আমাদের কথা খুঁজে নিন

   

বিজয় সরণী-তেজগাঁও সড়ক খুললো। গুলশান যেতে আর বেশী সময় লাগবে না।



আনুষ্ঠানিক উদ্বোধনের পর বিজয় সরণী-তেজগাঁও সংযোগ সড়ক খুলে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার দুপুরে সড়কটি উদ্বোধন করেন। এ সড়কটি রাজধানীর বিজয়ী সরণী থেকে তেজগাঁও ফায়ার স্টেশনের কাছে মহাখালী-মগবাজার সড়কের (শহীদ তাজউদ্দিন আহমেদ সড়ক) সঙ্গে মিশেছে। এ সড়কটি ব্যবহার করে এখন মহাখালী কিংবা কারওয়ান বাজার না ঘুরেই ঢাকার মধ্যপশ্চিমাঞ্চল থেকে তেজগাঁও শিল্পাঞ্চলে যাওয়া যাবে। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ২০০৮ সালে র‌্যাংগস ভবন ভাঙ্গার পর এ সড়কটি নির্মাণের কাজ শুরু হয়। ১১৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ সড়কের দৈর্ঘ্য ১ হাজার ৪০০ মিটার। রেল লাইন এ সড়কের নিচ দিয়ে গেছে। -------------বিডিনিউজ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.