সত্যি!
আমাকে,
এর বেশি পোড়ানো ঠিক হবে না তোমার
এতো পোড়ালে আমার ছাই সহ
সবকিছু, হবে অব্যবহার্য্য!
কিম্বা হয়ে যেতে পারি জ্বালামুখ ভিসুভিয়াসের
লাভায় লাভায় তলিয়ে দিতে পারি তোমার আহ্লাদে-আটখানা সংসার
আরো পারি-
আরো পারি অগ্নি-শিখায় আকাশ ভরিয়ে দিতে
উড়বেনা একটিও সৌখিন বিমান!
এর বেশি পোড়ানো সত্যিই বেমানান।
পাহাড়পুরের পোড়া দাগ এই দ্যাখো
মিশমিশে কালোর মতন জেগে আছে আমার তাবৎ শরীরে নির্ঘুম!
তবু তোমার পোড়াবার সাধ
আমি কি করে- সাধি বলো বাধ
বলে যাই শোনো
আমি কোনোদিন সুখ পাইনি কোনো।
বিনিয়ামিন
১৯ এপ্রিল ২০১০ সাল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।