আমাদের কথা খুঁজে নিন

   

আগ্নেয়গিরির জ্বালামুখের লেলিহান অগ্নিশিখার ভয়ঙ্কর দৃশ্য। আগ্নেয়গিরির জ্বালামুখের লেলিহান অগ্নিশিখার ভয়ঙ্কর দৃশ্য।

বিজ্ঞানের ক্লাসে কোন নিউটন বা আইনস্টাইনের বাণীর প্রতি অন্ধ বিশ্বাস ও ভক্তি নিয়ে বসবেন না। প্রতি ক্ষেত্রে সন্দেহ করুন, প্রশ্ন করুন অবিরত। বিজ্ঞান কারো বাণী দিয়ে চলেনা। বিজ্ঞান চলে যুক্তি ও প্রমাণের উপর। প্রতি লাইনে লাইনে প্রমাণ চাই।


প্রিয় পাঠক কেমন দেখলেন ? আর পরকালের জাহান্নামের আগুন, এই আগুনের চেয়েও ৭০ গুন বেশী তেজ ওয়ালা হবে। তখন আমার বুঝে আসবে যে, কি করার দরকার ছিলো, আর আমি কি করেছি। হায় হায়! একটাই জীবন, একবার মরে গেলেই গেলাম। আর কোন দিন ফিরে আসা যাবেনা। ভুল সংশোধনের জন্য আর ফিরে আসা যাবেনা।

আস্তিক নাস্তিক; মুসলিম অমুসলিম; নামাযী বেনামাযী যাই হোন না কেন, সঠিক সিদ্ধান্ত নেয়ার জন্য এই একটাই জীবন, এটাই প্রথম চান্স, আর এটাই শেষ চান্স। আচানক মরণ এসে গেলেই গেল। এরপর লক্ষবার আল্লাহকে ডাকলেও কাজে আসবেনা। অথচ এখন একবার ডাকলেও অনেক লাভ। মরণের আগে এক ফোঁটা চোখের পানির অনেক অনেক দাম আছে।

পক্ষান্তরে মরণের পরে কাঁদতে কাঁদতে নদী বইয়ে দিলেও কোনই লাভ নেই। এখন আল্লাহ আমাকে ডাকছেন আযান ইত্যাদির মাধ্যমে, কিন্তু আমি হতভাগা তার ডাকে সাড়া দিচ্ছিনা। আর মরণের পরে আমি আল্লাহকে ডাকবো, কিন্তু আল্লাহ আমার ডাকে সাড়া দিবেন না। আমি আল্লাহর ডাকে সাড়া না দিলে আল্লাহ পাকের কোন ক্ষতি নেই, কিন্তু আল্লাহ যদি আমার ডাকে সাড়া না দেয় তখন সেই ভয়ানক আগুনের ভিতর আমার কি অবস্থা হবে!!! হায়! হায়! তখন শত আফসোস করে কোন লাভ হবেনা। শেষমেশ একটি ছোট হাদীসের ভাবার্থ দিয়ে শেষ করছি।

পাচটি বিষয় আসার পূর্বেই অন্য পাঁচটি বিষয়কে আখেরাতের প্রস্তুতির জন্য ভালো করে কাজে লাগাও ১· বার্ধক্য আসার আগে যৌবনকে কাজে লাগাও। ২· অসুস্থতার আগে সুস্থতাকে কাজে লাগাও। ৩· দারিদ্র আসার আগে সচ্ছলতাকে কাজে লাগাও। ৪· ব্যস্ত হয়ে পড়ার আগে অবসর সময়কে কাজে লাগাও। ৫· মউত আসার আগে জীবনকে কাজে লাগাও।

জাহান্নামে পড়ার পর কি হবে সেটার খুবই সামান্য নমুনা দেখুন নীচের ভিডিওটিতে। শুরুর দিকে ভালো করে খেয়াল করে দেখুনতো, কোন মানুষ ঝাপ দিচ্ছে কিনা। এটা সাময়িক পোষ্ট । তাই প্রিয়তে নেয়া যাবেনা। কিছু অতীব জরুরী পোষ্টঃ মাথা খুব ঠান্ডা রেখে পড়তে হবে ইসলামের নবী (সল্লাল্লহু আলাইহিওয়আ সাল্লাম) এর বিরুদ্ধে নাস্তিকদের উত্থাপিত প্রায় সকল প্রশ্নের দাঁতভাঙ্গা জবাব ।

হুমায়ূন আহমেদের ২য় বিবাহ - পর্ব ৩ আর বিজ্ঞান দিয়ে যারা ইসলামকে মোকাবেলা করতে চায় তাদের জবাব দিতে নীচের পোষ্টগুলো পড়ুন। যারা বিজ্ঞান দিয়ে কোরআনের ভুল ধরেন তারা সবাই একটু দেখুন। সাইন্টিফিক মেথড সম্পর্কে আগে জানুন। দু'টি চুরির মামলা এবং সেই আলোকে বিবর্তনবাদ, পৃথিবীর স্থিরতা, আস্তিকতা- নাস্তিকতা এবং নাসার চাঁদে যাওয়ার প্রমাণ।
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।