পরাজয় আজ মানে না আমায়
কিছুটা কাঁদায়, কিছুটা আবার কঠিন পাথরে অভিলাষীরূপ।
এতো ক্ষয়, এতো ভুল বেড়ে ওঠা মলিন শরীরে,
আঁকাবাকা রেখা কপালের ভাঁজে, হাতের পরতে
বয়স বাড়ায়, আর কিছু না!
বাড়ে না তো মন; পারিজাতহীন।
আঁধারের বুকে ক্লান্তি নামে শিশির বেয়ে,
সে তবু আমার অনুভূতির দুয়ারে কড়া নাড়ে না।
ঘাসফড়িংগুলো অচেনা লাগে, অবাক বিষ্ময়ে
শুধু চেয়ে দেখি পরিচিত রূপ হাতিয়ার হাতে।
আরো কিছুদিন, আর কিছুটা ।
।
বৃদ্ধের কাতার পূরণ হলেই অজুহাতে আমি যুবক সাজি।
অকেজো শরীরে লেলিহান শিখা আবার সুপ্ত জাগে,
মনে হয় আমি সব পারি আজ
একটি-দুটি কল্পনাতেও সফল সাজে।
আত্ম-জাগরণ! আমার দ্বারা আবার বুঝি?
পরিহাসমূলক; আর কিছু না!
জাগে না তো মন, জাগে না কেবল, দিবসবিহীন।
এ কেমন ভ্রান্তি আমার অবেলাতে;
দিন ফুরিয়ে যখন আমার হাড় জুড়ালো, ঠিক তখনি
আপনি কেন বয়স কমে?
আমার দেহে আমি এখন বাড়ন্ত এক শিশু।
আগের মত এখন আমি সুর্যোদয়ের ভোর আঁকি রোজ রংতুলিতে।
আর দেহের যত প্রাণ আছে সব শুদ্ধ করে
শব্দগুলো কথায় না বলে কবিতায় লিখি...
নিরবতা আসে; আর কিছু না!
জীবনের মানে হোক না দোহাই,
কিছুটাতো চাই, হোক না পরম পবিত্র আর শারাব-সিক্ত।
জীবন নামের ঐশ্বরিক এই পানশালাতে, কিছুটাতো চাই । ।
পরাজিত মন স্বর্গে না পাক, নরকে পাক সামান্য ঠাঁই।
তাহসিন
০৪-০২-০৯
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।