আমার নাম এস এম নাজির হোসেন। থাকি লন্ডনে, পড়াশুনার পাশাপাশি বল্গিং করি...
সামহোয়্যার ইন বল্গে নিয়মিত আসা হ্য় কিন্তু লেখা খুবই কম হ্য়। অনেকদিন পর আজ আবার লিখতে বসলাম। আজ লিখব ইউকেতে পড়াশুনা নিয়ে।
আমার একটা Uk Study এর উপর বল্গ আছে।
যেখানে আমি নিয়মিত পোস্ট লিখি বিভিন্ন বিষয় নিয়ে যেমন: Study in Uk, Admission, Uk Visa, Tier 4, Visa rules and policy, Life in Uk, Student Jobs, career আরো অনেক কিছু।
বাংলাদেশে এখন ভিসা দেওয়া বন্ধ আছে। যারা ইউকেতে পড়াশুনা করতে চান তাদের জন্য সুখবর হচ্ছে "সেপ্টেম্বরে আবারো ভিসা প্রসেসিং শুরু হওয়ার সম্ভবনা আছে"। টায়ার ফোর আসার পরে প্রচুর ছাত্র লন্ডনে এসেছে কিন্তু বেশির ভাগ ছাত্রদের অবস্হান হুমকির সম্মুখীন, এর অন্যতম কারন হলো ব্রিটেনের অর্থনৈতিক অবস্থা।
যাই হোক নতুন যারা আসতে চান তাদের জন্য আমার কিছু উপদেশ থাকবে...
১।
সঠিক তথ্য যাচাই করুন।
২। লন্ডনে আসতে চাইলে টাকা-পয়সা ইনকামের চিন্তা দুর করুন।
৩। পড়াশুনা ব্যা্য়-ভার এর সামর্থ না থাকলে লন্ডনে না আসা বুদ্ধিমানের কাজ।
৪। আগের মতো পার্ট-টাইম কাজের সুব্যাবস্তা নেই। লন্ডনে কাজ পাওয়া এখন সোণার হরিন না হালেও রুপার হরিণ পাওয়ার সমান।
এজেন্টের পাল্লায় পরে নিজের ঘারে বিপদ টেনে আনবেন না।
নিজে নিজে চেষ্টা করুন, প্রয়োজনে ব্রিটিশ কাউন্সিলের সাহায্য নিন, তবুও এজেন্টের কাছ থেকে দুরে থাকুন।
আমার দা লন্ডন স্টাডি তে কমেন্টস করুন, যতখানি সম্ভব সাহায্য করব।
আমার অনেক পরিচিত ছাত্র আছে লন্ডনে যারা ৮-৯ লাখ টাকা কন্টাক করে এখানে এসে দেখে কলেজে কোনো টিউশন ফী দেও্য়া হ্য়নি। এমন অবস্থায় না পাড়ছে কলেজে ফিস দিতে, না পারছে নিজের থাকা-খাওয়ার সু-ব্যবস্থা করতে অথএব সময় থাকতই সাবধান হয়ে যান।
* টায়ার ফোর (৪) বিষয়ে সঠিক তথ্য যাচাই করুন
* ইন্টারনেটে Tier 4 বিষয়ে অনেক তথ্য জানতে পারবেন।
* আই,ই,এল,টি,এস বাংলাদেশ থেকেই করে আসুন, আপনার স্কিল ডেভলপ এর জন্য কাজে দিবে।
* পড়াশুনার উদ্দেশে আসুন, টাকা ইনকামের উদ্দেশে এলে এখন আর সফল হবেন না ।
* আপনি যে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়তে ইচ্ছুক তার টায়ার ৪ স্টাটাস জানুন। এজেন্সি বা অন্য কারো কথা বিশ্বাস করবেন না। Tier 4 Status click here ।
আমি বাংলা লিখতে খুব একটা এক্সপাট নই।
তাই নিয়মিত লিখতে পারি না। ভূল-ত্রুটি ক্ষমা সুন্দর ভাবে দেখবেন। ইচ্ছা আছে টায়ার ৪ নিয়ে বিস্তারিত লিখার আপনাদের সহযোগিতা ও উতসাহ পেলে লিখতে পারি। আমার নিয়মিত ব্লগ দেখতে ভিজিট করুন Study in Uk
সবাই ভালো থাকবেন। ধন্যবাদ
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।