আমাদের কথা খুঁজে নিন

   

টুইটারে শেকসপিয়ারের রোমিও অ্যান্ড জুলিয়েট

বাঙালিত্ব

উইলিয়াম শেকসপিয়রের লেখা জনপ্রিয় নাটক রোমিও অ্যান্ড জুলিয়েট-এর ২১ শতকের নতুন সংস্করণ হয়েছে কেবল ই-মাধ্যমের জন্যই। মাইক্রো ব্লগিং সাইট টুইটারে টুইট আকারে এবং ভিডিও শেয়ারিং পোর্টাল ইউটিউবে ভিডিও আকারে মুক্তি পেয়েছে। খবর রয়টার্সের। সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, মোবাইল ফোনের জন্য বিনোদন উপকরণ প্রস্তুতকারী রয়্যাল শেকসপিয়র কোম্পানি এবং মাডলার্ক যৌথভাবে ‘সাচ টুইট সরো’ শিরোনামে শেকসপিয়রের রোমিও অ্যান্ড জুলিয়েট নাটকের টুইটার ভার্সন ও ইউটিউব ভার্সনটি তৈরি করেছে। সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, আসল ট্রাজেডির পরিমার্জন করে সমসাময়িক বিশ্লেষণাত্মক পদ্ধতিতেই রোমিও জুলিয়েট নাটকের নতুন সংস্করণ তৈরি করা হয়েছে যাতে অভিনেতাদের কথাগুলো টুইটের মাধ্যমে প্রকাশ করা হয়েছে।

এসব টুইট পাওয়া যাচ্ছে িি.িংঁপযঃবিবঃংড়ৎৎড়.িপড়স. নামের ঠিকানায়। সম্পূর্ণ টুইট তৈরি হতে ৫ সপ্তাহের বেশি সময় লাগবে বলেই জানিয়েছে সংবাদ মাধ্যমটি। টুইটারে রোমিও অ্যান্ড জুলিয়েট-এ অভিনেতারা কেবল নিজেদের মধ্যেই নয়, তারা দর্শকদের সঙ্গেও সরাসরি অংশ নিচ্ছেন। গল্পের কাহিনী মেনে এ নাটকে অভিনয়কারি প্রতিটি চরিত্রের অভিনেতাকে নিজ নিজ টুইট লিখছেন। সংবাদমাধ্যমটি জানিয়েছে, জুলিয়েটের ভূমিকায় আছেন শার্লট ওয়েকফিল্ড।

তার টুইটারের ঠিকানা হলো @লঁষরবঃপধঢ়১৬। তবে জানা গেছে, নায়ক রোমিও এখন পর্যন্ত কোনো পোস্ট করেননি কারণ এখন তিনি এক্সবক্স নিয়ে ব্যস্ত আছেন। রয়্যাল শেকসপিয়র কোম্পানির আর্টিস্টিক ডিরেক্টর মাইকেল বয়েড জানিয়েছেন, ‘শেকসপিয়র-এর নাটকের সঙ্গে লোকজনের অন্তরঙ্গতা বাড়াতে এবং অভিনেতা দর্শকদের কাছে আনতেই রিয়েল টাইমে গল্প বলার এই পরিকল্পনা করেছি আমরা’। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/মিন্টু/এইচবি/এইচআর/এপ্রিল ১৩/১০

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.