অপেক্ষায় আছি সেই পলিনেশিয়ান তরুণীর যার বাম কানে সাঁজানো লাল জবা...
পেছনের কথা:
কিছুদিন আগে ব্লগারদের কাছ থেকে ভালো লেখার লিংক আহ্বান::এই বছরের প্রথম তিনমাসে কি কি ভালো লেখা পেলেন শিরোনামে একটি পোস্ট দিয়েছিলাম। একটু হতাশা নিয়েই বলছি- ব্লগারদের পার্টিসিপেশন ঠিক আশাব্যান্জক নয়। কারণ হতে পারে বিভিন্ন; বিস্তারিত আলোচনা অপ্রাসংগিক ও নিষ্প্রয়োজন।
প্রস্তাবনা:
২০১০ সাল শুরু হবার পর আমরা বছরের তিনটি মাস পেছনে ফেলে এসেছি। এ সময়ের মাঝে অনেক পোস্ট প্রকাশিত হয়েছে।
আর এই অনেকগুলো পোস্টের মাঝে কিছু লেখা অসাধারণ। এই অসাধারণ লেখাগুলো নিয়ে একটি ত্রৈমাসিক ই-সংকলন বের করা যায় কিনা?
আলোচনা হতে পারে যে যে বিষয়গুলো নিয়ে:
১। প্রস্তাবনা নিয়ে।
২। যদি যায় তবে নামকরণ কি হতে পারে?
৩।
কি কি থাকবে, কোন নিতীমালায় থাকবে-
৩.১। কি কি বিভাগ?
৩.২। একজন ব্লগারের একই বিভাগে একাধিক লেখা থাকবে কিনা?
৪। ই-সংকলনটির কলেবর কতটুকু হবে?
৫। সংকলনের দায়িত্ব কে নেবে?
৬।
সংকলক প্যানেলে কে বা কারা থাকবে?
আপনাদের গঠনমূলক, সুনির্দিষ্ট প্রস্তাবনা ও আলোচনা আশা করছি। সবগুলো পয়েন্টে আপনার বক্তব্য রাখতে পারেন। আর আলোচনার আরো কোন টপিক থাকলে তা যোগ করা যেতে পারে।
ধন্যবাদ।
আসুন আলোচনায়...
****************************************************
দুরন্ত স্বপ্নচারীর বিভাগ বিষয়ক প্রস্তাবনাটি আপনারা ভেবে দেখতে পারেন।
১। গল্প
২। কবিতা
৩। রম্য
৪। ভ্রমন কাহিনী
৫।
যাপিত জীবন
৬। সমাজ সংসার
৭। চলমান বাংলাদেশ
৮। রাজনীতি
৯। প্রবন্ধ
১০।
বিবিধ
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।