আমাদের কথা খুঁজে নিন

   

নিষিদ্ধ আলোচনা

জন্মেই দেখি ক্ষুদ্ধ স্বদেশ ভুমি আমরা সব সম্ভবের দেশে বসবাস করি কিন্তু কথা টা পুরোপুরি ঠিক না। কেন? কারন কেউ যদি বলে আমার পাখা গজিয়েছে সেটা হয়ত বিশ্বাস করা সম্ভব কিন্তু কোন সাধারন মানুষ যদি বলে আমি দেশরে প্রধানমন্ত্রি হতে চাই সেটা সম্ভব না। কারন টা আমাদের প্রত্যেকের জানা। আমাদের দেশে কখনও কোন 'বারাক ওবামা' তৈরি হবে না। আমরা কখনও দেশ কে পরিবর্তন করতে পারবো না,কারন আমরা নিজেরা কখনও পরিবর্তিত হব না।

বাংলা বা বঙ্গ এক সময় স্বাধীন ছিল ,প্রথমে মুঘল রা দখল করল তার পর ইংরেজে রা তারপর পাকিস্তানি রা তারপর................. তারপর নিজের দেশের স্বার্থান্বেষী শাসক গোষ্ঠী আমাদের দেশকে দখল করে বসে আছে। তাই তো স্বদেশে আজ আমরা পরাধীন। ঠকি যেন রাজা বাদশার আমল; তারা যা করবেন তাই হবে ,জনগন বলতে কেউ নেই কিছু নেই। পার্থক্য একটাই, সে আমলে এক রাজার শাসন কায়েম থাকত আর এখন দুই রানীর......। জনগন সবাই বাক /শ্রবন /দর্শন নয় তো বুদ্ধি প্রতিবন্ধী।

তার পরেও বাহবা দিতে হয় যে আমরা রুখতে না পালেও প্রতিবাদ করতে জানি তা সে ধর্ষণই হোক আর সড়ক দূর্ঘটনাই হোক। কিন্তু শেষ দেখার ধর্য আমাদের নাই,মাফ করবেন,সময় নাই। কারন দেশে যত আঘটন ঘটে তাতে কত দিকে তাল দেব বলুন?খেয়ে পরে বাচতে তো হবে,সরকার তো আমাদের খাওয়াবে না। কিন্তু খাওয়াতে না পারুক,মুখের গ্রাস তো কেড়ে নিতে পারে না?তাও কেড়ে নিতে পারে,তাই তো বৃদ্ধ বয়সে দাড়ি রাখলেও আভিযান চালিয়ে আমাদের বাবাদের ধরে নিয়ে যায়,বাবার পার্টি করার অপরাধে তাকে না পেয়ে আমাদের ভাইদের ধরে নেয়া হয়,সরকারের সমর্থন না করায় যোগ্যতা থাকলেও আমাদরে চাকরি হয়না। আবার ৫ বছর পর সরকার বদলায় কিন্তু বদলায় না নিয়ম কারন ওরা তো একই পয়সার এপিঠ-ওপিঠ।

কোন দলকে সমর্থন করবেন?জলে কুমির ডাঙ্গায় বাঘ মাঝ খানে বঙ্গালী জাত। আমরা বুঝি মহাশূন্যে অবস্থান করি তাই তো আমাদেরে ধ্বনি বা শব্দ কার ও কাছে পৌছায় না। আমি নতুন ব্লগার। এখন ও প্রথম পাতায় লেখার সুযোগ পাই নাই আর এমন লেখা পোষ্ট হবার পর আর পাব বলেও মনে হয় না। ধন্যবাদ ব্লগ কতৃপক্ষকে ,প্রথমেই সবাইকে প্রথম পাতায় সুযোগ না দেয়ার জন্য ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.