আমাদের কথা খুঁজে নিন

   

আলোচনা চলছে: হাওলাদার

শুক্রবার সকালে রাজধানীর বারিধারায় পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদের বাসভবনে রুহুল আমিন সাংবাদিকদের বলেন, শান্তিপূর্ণভাবে আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধান কীভাবে করা যায়, তা নিয়ে আলোচনা চলছে। অনেকদূর এগিয়ে গেছি, আশা করছি একটি স্থায়ী সমাধান হবে। ”
রুহুল আমিন হাওলাদারসহ জাতীয় পার্টির চার মন্ত্রী বৃহস্পতিবার মন্ত্রিসভা থেকে তাদের পদত্যাগপত্র এরশাদের হাতে তুলে দেন। এসব পদত্যাগপত্র শনিবার রাষ্ট্রপতির কাছে জমা দেবেন বলে ইতোমধ্যে জানিয়েছেন এরশাদ।  
এরপরও সরকারের সঙ্গে যোগাযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে জাতীয় পার্টির মহাসচিব বলেন, “সরকারের সাথে আলোচনা হতেই পারে, এতে দোষের কিছু নেই।


সরকারের পক্ষ থেকে কেউ যোগাযোগযোগ করেছেন কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নে হাওলাদার বলেন, “আমরা সরকারের সঙ্গে দেশ পরিচালনা করেছি, দীর্ঘদিন আমরা সরকার  চালিয়েছি। পদত্যাগটা যেন সৌজজন্যমূলক হয়। ”
তিনি বলেন, “আমরা কোনো দৃস্টান্ত স্থাপন করতে চাই না। তবে এমন কোনো সিদ্ধান্ত নেয়া হবে না, যা বিবেকবর্জিত ও দেশের মানুষের স্বার্থ ক্ষুন্ন করে। ”
রওশন এরশাদ, জিয়াউদ্দিন বাবলু, আনিসুল ইসলাম মাহমুদের পদত্যাগের বিষয়ে হাওলাদার বলেন, এ তিনজনের পদত্যাগপত্র এরশাদের কাছে নেই, তবে তারা পার্টির সিদ্ধান্ত মেনে নেবেন।


বিএনপির অনুপস্থিতিতে নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের পর মঙ্গলবার নাটকীয় এক ঘোষণায় সিদ্ধান্ত বদলের কথা জানান জাতীয় পার্টি চেয়ারম্যান।
পরদিন শেখ হাসিনা নেতৃত্বাধীন নির্বাচনকালীন সরকারে থাকা জাতীয় পার্টির সাত মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপদেষ্টাকে পদত্যাগ করতে বলেন তিনি।
বুধবারের ওই ঘোষণার পর আকস্মিকভাবে বারিধারায় এরশাদের বাড়ির সামনে র‌্যাব-পুলিশের পাহারা বসে। এর মধ্যেই ওই বাড়িতে দলের নেতা-কর্মীর ভিড় জমে।
বৃহস্পতিবার কয়েক দফায় দলের শীর্ষ নেতাদের সাক্ষাতের পর রাত পৌনে ১০টার দিকে সাংবাদিকদের মুখোমুখি হন নির্বাচন ও অবরোধ ছাপিয়ে এই সময়ে আলোচনার কেন্দ্রে আসা সাবেক এই সামরিক শাসক।


এরশাদ বলেন,  “আমার কাছে সবার (মন্ত্রী) পদত্যাগপত্র জমা রয়েছে। সবাই আমাকে পদত্যাগপত্র দিয়েছেন।
“আশা করি, রাষ্ট্রপতির সঙ্গে পরশু (শনিবার) দেখা হবে। যখন দেখা হবে, তার কাছে তা দিয়ে দেব। ”


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।