আমাদের কথা খুঁজে নিন

   

উন্মুক্ত আলোচনা

নহি দেবী, নহি সামান্যা নারী। নিজের ব্লগে ঢুকতে পাচ্ছিলাম না তাই মনের দুঃখে পোস্ট দিয়েছিলাম । এধরনের পোস্ট ব্লগে আসা উচিত না। তাই আজ যেহেতু ঢুকতে পারলাম নিজের ব্লগে কোন সমস্যা ছাড়াই তাই পোস্টের হেডিং বদলে দিলাম। অনেক সময় পোস্টে অফটপিক কথাবার্তা অস্বস্তির উদ্রেক করে।

অফটপিক আলোচনার জন্যে পোস্টের মোটিভ্ও বদলে যায় বা পোস্টের গুরুত্ব কমে যায়। তাই এই পোস্টটাকে উন্মুক্ত আলোচনার জন্যে রাখলাম। নিজের ব্লগে যখন ঢুকতে পাচ্ছিলাম না তখন যারা সহানুভুতি জানিয়েছেন তাদের প্রতি রইলো আমার অন্তরের অন্তস্থল থেকে কৃতজ্ঞতা। ===================== পোস্টের পূর্বের শিরোনাম... ইয়া মাবুদ!!!! সারাদিন পরে ব্লগে এলাম, আর এখন নিজের ব্লগেই ঢুকতে পাচ্ছি না। আমার মডারেশন স্ট্যাটাস ঠিক আছে তো?! কথা যা বলেছিলাম... সারাদিন কাজের চাপে পিষ্ঠ হয়ে ...সব কাজ মোটামুটি সেরে এখন এতো খুশি হয়ে লগড ইন হলাম।

কিন্তু আমার নিজের ব্লগে গেলেই বলে দুঃখিত! সার্ভার ব্যস্ত!!!!!!!!!!! নতুন পোস্ট লিখার সুযোগ দিচ্ছে, কিন্তু নিজের ব্লগে ঢুকতে দিচ্ছে না...!!! আমার প্রমোশন হইছে নাকি ডিমোশন হইছে..মডারেশন স্ট্যাটাস দেখে যে নিশ্চিত হবো, সেউপায়ও নেই! আমার একাধিক ব্রাউজারওই মুহুর্তে নেই যে, অন্য ব্রাউজার দিয়ে চেষ্টা করে দেখবো। এই পোস্ট আদৌ প্রকাশ পেলো কি না তাও জানবো কি না জানি না Heeeeeeeeeeeeeeeeeeeeeeeellllllllllllllllllllllllllllllp ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.