সোমবার দুপুরে অস্কার ফার্নান্দেজ-তারানকোর সঙ্গে দ্বিতীয় দফায় সংক্ষিপ্ত বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে ‘খোলাসা’ না করলেও বেশ খোশ মেজাজেই দেখা যায় তাকে।
জাতিসংঘ মহাসচিবের দূতের উদ্যোগে সমঝোতার পথে কোনো অগ্রগতি রয়েছে কিনা জানতে চাইলে কাজী রকিব শুধু বলেন, “একটা গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। এর ভেতরে আমরা এখন কোনো কথাবার্তা বলব না। ওই ব্যাপারে কোনো মন্তব্য নয়। আলোচনা চলছে, চলুক।
দেখা যাক, কী হয়। ”
বেলা ২টার দিকে সিইসি ও ফার্নান্দেজ-তারানকোর মধ্যে মাত্র ১০ মিনিটের এই বৈঠক হয়। এর আগে রোববার ঘণ্টাব্যাপী বৈঠক হয় তাদের মধ্যে।
বৈঠক শেষে ফার্নান্দেজ-তারানকো সাংবাদিকদের বলেন, “বর্তমান অচলাবস্থার শান্তিপূর্ণ সমাধানের একটি সম্ভাবনা এখনো আছে। ”
“যদি আমাদের রাজনৈতিক সদিচ্ছা থাকে, নেতৃত্ব যদি সঠিক হয়, সমঝোতায় আসার মানসিকতা যদি আমাদের থাকে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো- শান্তিপূর্ণভাবে সংলাপ যদি আমরা চালিয়ে যাই”, তাহলেই এটা সম্ভব বলে মনে করেন তিনি।
বিকাল সাড়ে ৪টার দিকে সিইসি শেরেবাংলানগরে তার কার্যালয় থেকে বের হওয়ার সময় অপেক্ষায় থাকা সাংবাদিকরা বৈঠকের বিষয়ে জানতে চান।
দুজনের কী কথা হলো- এমন প্রশ্নে সিইসি হাসিমুখে বলেন, “উনি আপনাদের সম্পর্কে ভালো কথা বলেছেন... গণমাধ্যম ভালো কভারেজ দিচ্ছে....শুধু তাই নয়, আমি বলেছি, এরা [সাংবাদিক] তো আপনাকে মিস করে। তখন উনি বললেন যাওয়ার সময় গণমাধ্যমকে হ্যালো বলে যাবেন। ”
শেষ পর্যন্ত সমঝোতা হলে ২৪ জানুয়ারির মধ্যে নির্বাচন করতে ইসির হাতে যথেষ্ট সময় থাকছে কি-না, এমন প্রশ্নে হাসিমুখে তিনি বলেন, “দেখা যাক কী হয়!”
ইসির হাতে দেড়শ আপিল
মনোনয়নপত্র বাছাইয়ের পর রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে প্রায় দেড়শ আবেদন করেছেন প্রার্থী। খুলনা-৩ আসনে বাতিল হওয়া দুই প্রার্থীর মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগেরও একজন রয়েছেন।
মঙ্গলবার থেকে এসব আপিলের শুনানি করবেন সিইসি ও নির্বাচন কমিশনাররা। বৃহস্পতিবার পর্যন্ত তা চলবে।
২ নভেম্বর পর্যন্ত নির্ধারিত সময়ে মোট ১১০৭ জন মনোনয়নপত্র দাখিল করলে ২৬০ জনের মনোনয়ন অবৈধ ঘোষণা করে রিটার্নিং কর্মকর্তা। ইসির আপিল শুনানি শেষে কারো মনোনয়নপত্র বৈধ ঘোষণা হলে তারা প্রার্থিতা ফিরে পাবেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, ১৩ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সময় রয়েছে।
ভোট হবে ৫ জানুয়ারি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।