আমাদের কথা খুঁজে নিন

   

কালো চশমায় অহংকারী চোখ অথবা সুখ-সন্ধান

জগৎ সংসারে কত ক্ষয় হলো সুগন্ধি সাবান। ঘ্রান তো মিলিয়ে গেলো নিমিষেই। bbl_bu@yahoo.com

তুমি আকাশ দেখো রোদ্দুরে দাড়িয়ে কালো-চশমায় ওটা কারো দামী গাড়ি কিংবা ল্যাপটপ নয় যে তোমাকে পাত্তা দেয় অহংকারী বালিকা বলে তোমার বাবার গাড়ি বাড়ীকে থোড়াই কেয়ার করে.... আর আমাকে দেখো রোদ্দুরে দাড়িয়ে থাকা খুটি ঠায় দাড়িয়েই আছি অনন্তকালের স্মৃতিচিহ্ন নিয়ে একটা ঝড় কিংবা জলোচ্ছাসের অপেক্ষায়... আমাদের পতন আমাকে দারুন আনন্দ দেয় আমাদের ভাঙ্গাচোরা আদল আমার অহংকার তোমাদের কালো চশমায় ঢাকা চোখে নিদ্রাহীনতার ছাপ আমরা আনন্দে ডুবে রই ঘামে কামে শীতে এবং ক্ষুধায়। অনন্ত প্রেমে আমরা কাঙ্গাল হইনা বালিকা-আমার আমাদের কামনায় থাকে ঝড় জলোচ্ছাসের হাহাকার। আমরা আকাশ দেখি সূর্যের প্রখর রোদে দাড়িয়ে খাটি এবং ভেজালহীন আকাশ, পড়ন্ত এবং গর্বিত। আমাদের চারপাশের হাহাকার আর কাতর চিৎকারে আমাদের ঘুম ভাঙ্গে শুভ্র সফেদ সকালে আর তোমরা ঘুমাতে পারনা বলে নিদ্রহীন ছটপট দামী বালিশ কম্বলে এপাশ ওপাশ রাতভর.... এত কিছুর পরও কে বেশী সুখি, বালিকা? তুমি আমি নাকি তোমাদের অহং নাকি আমাদের বেঁচে থাকা ?....


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.