বাংলাদেশ রাইফেলস (বিডিআর)-এর মহাপরিচালক পদ থেকে প্রত্যাহার করে নেয়া হয়েছে মেজর জেনারেল মো. মইনুল ইসলামকে। তার স্থলে বিডিআরের ডিজি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে আনসার ও ভিডিপি অধিদফতরের মহাপরিচালক পদে প্রেষণে নিয়োজিত সেনা কর্মকর্তা মেজর জেনারেল মো. রফিকুল ইসলামকে। মেজর জেনারেল মইনুল ইসলামকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেয়া হয়েছে। আজ সংস্থাপন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি হয়েছে।
এদিকে, সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দীকে আনসার ও ভিডিপি অধিদফতরের মহাপরিচালক পদে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় রক্তাক্ত বিডিআর বিদ্রোহের পর এক সঙ্কটময় মুহূর্তে বিডিআর মহাপরিচালকের দায়িত্ব নিয়েছিলেন মেজর জেনারেল মইনুল ইসলাম। ওই বিদ্রোহে তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ সেনাবাহিনীর ৫৭ জন কর্মকর্তা নিহত হন। বিডিআর একটি বিশৃঙ্খল বাহিনীতে পরিণত হয়।
গত ১৪ মাসে বিডিআর পুনর্গঠন ও বিদ্রোহের বিচারে মেজর জেনারেল মইনুল ইসলাম ব্যস্ত সময় কাটান। তার নেতৃত্বে ধীরে ধীরে আগের অবস্থায় ফিরে আসে বিডিআর।
সর্বশেষ, গত ১২ এপ্রিল ঠাকুরগাঁয় তিনি বিডিআর বিদ্রোহের বিচারে সভাপতিত্ব করেন এবং রায় দেন। ওই রায়ে ৫১ আসামির ৫০ জনকেই বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।