স্বাগতম!!!
অভিবাদন তোমাকে, অভিবাদন তোমাকে,
যখন তোমারই সাথে দেখা হয় পথে,
জানাই, অভিবাদন তোমাকে,
প্রিয়তমা, ও প্রিয়তমা, অভিবাদন তোমাকে।।
প্রিয়তমা যায় যদি হেটে,
ঝিকমিক করা,রঙ্গিন কামিজ, ঘাগড়ী গায়ে,
নিতম্ব দোলায়ে,
পায়ের ঘুংগরু টুং টুং বাজিয়ে,
মনোহর বাগানের ভিতর দিয়ে,
ডেকে বলে, ফুল গুলি, ও গো সুন্দরী,
তোমার রূপের আলোয় ঝটায়, আলোকিত আমরা সবই।
ও আমার প্রিয়তমা, অভিবাদন তোমাকে।।
যদি তুমি ডাক আমায়, কাছে আসিবার
ভূলে যাব দূনিয়া, ভূলে যাব ঘর, সংসার
হবো সূখি, তোমার হাত ধরি, এমন কি যাই পরপার।
ও আমার প্রিয়তমা, অভিবাদন তোমাকে।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।