আমাদের জীবনে উৎসবের দিন খুব বেশি নয়। এদেশে নানান সংকটের মাঝে যে কয়টি উৎসবের দিন আসে তা আমরা আনন্দের সাথে কাটাতে চাই। কিন্তু উৎসব এলে বিভিন্ন জন বিভিন্ন ধান্ধা পেতে বসে থাকে এবং তাদের উদ্দেশ্য হাছিল করে। বিভিন্ন উৎসবে বিভিন্ন ব্যবসায়ীদের বিক্রি বেড়ে যায়। আর এই সুযোগে অসাধু ব্যবসায়ীরা পন্যের মূল্য বৃদ্ধি করে দিয়ে আমাদের আনন্দকে নষ্ট করে দেয়। অথচ উচিত ছিল উৎসবে পণ্যের মূল্য সহনীয় রাখা। যাতে সবাই আনন্দ ভাগাভাগি করে উপভোগ করতে পারে। অথচ পশ্চিমা বিশ্ব তাদের উৎসবের দিনে পন্যের মূল্য কমিয়ে দেয়। যাতে সবাই আনন্দ উপভোগ করতে পারে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।