আমাদের কথা খুঁজে নিন

   

ঘুচে যাক গ্লানি ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা..

আমি আমিই

একটি সূ্র্যোদয়। একটি সুন্দর দিনের সূচনা। একটি ঝকঝকে সকাল। সাদা শাড়ি-লাল পাড়, কপালে লাল টিপ। গলায় মাটির গয়না।

তারপর রমনার বটমুল। অনেক মানুষের ভিড়। বন্ধুত্বের মাঝে হারিয়ে যাওয়া। এসো হে বৈশাখ, এসো এসো... আরো একটি বৈশাখ আমাদের দ্বারে। আমাদের বিশুদ্ধতার শপথ নেওয়ার আরো একটি সুযোগ।

ঘুচে যাক গ্লানি ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা.. । সেই সুযোগ কি আমরা কাজে লাগাতে পারবো? অথবা কখনো কাজে লাগাতে চেষ্টা করি? বৈশাখ আমাদের মাঝে শুধুই একটি উৎসব- পান্তা ইলিশ, শাড়ি-টিপ, অলংকার, গীতিনৃত্য, বন্ধুদের সাথে খুনসুটি, কিছু বুদ্ধিভিত্তক আলোচনা- এই তো। এভাবে বৈশাখ আসে.... চলেও যায়... কিন্তু আমাদের গ্লানি ঘুচে যায় না। বরং গ্লানি বাড়ে। দিন দিন মানুষের নিচতা বৃদ্ধি পায়।

দূণীতি, অত্যাচার, হত্যা বেড়ে যায়। দেশে নতুন নতুন অমানুষের আবির্ভাব ঘটে। একদল মানুষ একজনকে পীর বানিয়ে শিশুদের অত্যাচার করে! ধর্মের সাথে ভন্ডামীর লেজ লাগিয়ে ব্যবসার পসার হয়। আমাদের লোভ বাড়ে- টাকার লোভ, ক্ষমতার লোভ, লিপ্সার লোভ। অগ্নি স্নান হয় না আমাদের।

ধরাও শুচি হয় না। ব্যবসায় বাংলাদেশের র‌্যাংকির বৃদ্ধি পায়। অনেক দেশকে পিছনে ফেলে আমাদের রেটিং ভালো হয়। কিন্তু মানুষ হিসেবে আমাদের প্রবৃদ্ধি কতোটুকু বেড়েছে?? আমাদের মানবতার, নৈতিকতার একটা র‌্যাংকি হলে ভালো হতো। দেখা যেত আমরা পৃথিবীর অন্যজাতিদের চেয়ে কতোখানি এগিয়ে বা পিছিয়ে।

সবাইকে নববর্ষের শুভেচ্ছা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।