যা কিছু সত্য, সুন্দর তার সাথেই আমি বছর ঘুরে আবার এলো পহেলা বৈশাখ..বাঙ্গালীর প্রাণের উৎসব,"মুছে যাক গ্লানি/ ঘুচে যাক জরা/ অগ্নিস্নানে শুচি হোক ধরা/ রসের আবেশ রাশি/ শুষ্ক করে দাও আসি....আজকে প্রাণের উৎসবে মাতবে পরো দেশ...আর প্রধাণ আকর্ষণ তো ঢাকায়..আজকে তাই ভোর থেকেই মেতে উঠবে ঢাকা...। রমনা বটমূলে ছায়ানট, চারুকলার মঙ্গল শোভাযাত্রা, জামতলায় কনর্সাট, শাহবাগে প্রজন্ম চত্তরে মহাসমাবেশ, টি.এস.সি ঢাকা ইউনিভার্সিটি এলাকায়, ধানমণ্ডি রবীন্দ্র সরোবরে, কোথায় যাব? ভাবতেছি...গত ৪টা পহেলা বৈশাখে ঢাকায় থাকার সৌভাগ্য হয়েছিল....আগে যখন টিভিতে ঢাকার বৈশাখের উৎসব দেখতাম তখন খুব ইচ্ছে হত আসার...এখন উপভোগ করছি...নতুন ফতুয়া কিনেছি..কালকে সকাল থেকে সারাটা দিন আনন্দ করব ইনশাল্লাহ্ ....আহা কালকে একটা জম্পেশ দিন কাটবে..ইয়াহু....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।