আমাদের কথা খুঁজে নিন

   

প্রকৃতির শোক ঘুচে গেল মনে হয়ঃ আমাদের শোক কি মুছে যাবে এত সহজেই?



নির্মাণাধীন বিল্ডিং ধসে পড়ে ২৫ জন আগুণ লেগে শতাধিক নিরোপরাধ মানুষের মৃত্যুর পর থেকেই প্রকৃতি কাদছিল। মন ভার করে কালো মেঘের ঘনঘটায় ঢেকে ছিল আকাশ। প্রকৃতির শোক হয়ত কেটে গিয়েছে। তাই ফুটে উঠেছে হাস্যজ্জ্বল সুন্দর দিন। কিন্তু যে মানুষগুলো নির্বিচারে মারা গেল তাদের পরিবারের মানুষ হিসেবে আমাদের মোক দুঃখ কি এত সহজে মুছে যাবে? আমাদের চোখে যে বৃষ্টি ঝরছে তা কি এত সহজে থেমে যাবে।

বুকের কালো মেঘ কি এত সহজে কেটে যাবে। না আমরা ভুলব না, ভুলতে পারব না, ভুলে যাওয়া ঠিক হবেনা। আমাদেরকে শুদ্ধি অভিযানে নামতে হবে। আর কত মৃত্যু হলে আমাদের বোধদয় হবে। আর কতদিন যাবে আমাদের শুদ্ধ হতে।

যে মারা যায় তার ই যায় অন্যরা শুধু হায় হুতাশ করতে পারে আর কয়েকদিন পরে সবাই ভুলে যায়। আর কত কাদতে হবে এই অভাগা জাতির। আর কত কান্না হলে আমরা উল্টা পথে না হেটে সোজা পথে হাটব। আজ ১ শত গেছে কাল ২৫ গেছে সেদিন সে গেল ঐদিন ও গেল, আগামীকাল যে আমি যাব না তা কেউ বলতে পারে না। কাজেই সাধু সাবধান।

শতাধিক মৃত্যুর এই দুঃখই যেন আমাদের জাতির শেষ দুঃখ হয়। আর যেন কোন মৃত্যু না হয়। কোন মায়ের বুক এভাবে খালি না হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।