আমাদের কথা খুঁজে নিন

   

নতুন ব্লগারদেরকে কেন সুযোগ দেওয়া হয় না ? অন্তত মন্তব্য প্রদানের সুযোগ দেওয়া উচিত

জাগো বাংলাদেশ...... জাগো

সামুর অনেক বড় ফ্যান, এসি, পাখা আমি। আমার সব বন্ধুদের কে টেনে আনলাম। কিন্তু ওরা আসার পর থেকে কেউ কোন মন্তব্য করতে পারছে না। পোস্ট দিলে প্রথম পাতায় আসতেসে না। আমি সামুতে রেজিস্টার করি ২০০৮ সালের মাঝামাঝির দিকে।

ওই সময় আমি তেমন ব্লগ পড়তাম ও না আবার ব্লগ লিখতাম ও না। মাঝখানে প্রায় দেড় বছর বাদ দিয়ে আমি সামুতে ব্যাক করি এই মার্চে। তখন দেখি যে আমি পোস্ট দিলেই সংকলিত পাতায় আসে। তখন আমি আরোও উতসাহ নিয়ে ব্লগে লিখি এবং পড়ি ও মন্তব্য দিই। দেড় বছর আসিনাই কারন প্রথমের দিকে দেখতাম যে লিখা সামনের দিকে আসত না।

মন্তব্য দিতে পারতাম না। এই কারনে। এখন ঠিক এই সমস্যাটাই ফেস করছে আমার বন্ধুরা। তাই আমি সামুর দৃষ্টি আকর্ষন করছি। যে অন্য উপায়ে ফ্লাডিং বন্ধ করা যায় না।

নতুন ব্লগারদের কে ঠিক আছে প্রথম পাতায় লিখার সুযোগ কিছুদিন পরে দিন কিন্তু মন্তব্য করার সুযোগ দেওয়া উচিত। কি মনে করেন সবাই ??? কর্তৃপহ্মের দৃষ্টি আকর্ষন করছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.