আমাদের কথা খুঁজে নিন

   

ভন্ড পীরের অপচিকিৎসা – মগজে পচন,দেহে প্রকাশ



মুন্সিগঞ্জ জেলার ভন্ড পীর আমজাদ ফকির এবং তার ভয়ংকর চিকিৎসা -এখন এটাই দেশের টক অব দ্য টাউন। সর্বত্রই আলোচনা- সমালোচনা-নিন্দা- ধীক্কার আর শাস্তির দাবি। আমজাদ ফকির গ্রেফতারও হয়েছে, সঙ্গে কিছু উত্তম-মধ্যম, হাজত বাস- অবশেষে সবার অগোচরে একসময় নিষ্কৃতিও পাবে। আর দশটা ঘটনার মতো এ বর্বরতার স্মৃতিও এক সময় মুছে যাবে আমাদের ভোঁতা অনুভূতির স্লেট থেকে। আবার কোনো পীরের আবির্ভাব হবে দেশের কোনো প্রত্যন্ত অঞ্চলে-এক্সক্লুসিভ নিউজ হবে- মানুষের ঘুমন্ত বিবেক আবার জাগ্রত হবে।

কিন্তু এই আমজাদ ফকির কি কেবল একজনই এই বঙ্গদেশে ?? দেশের বাকী মানুষ গুলো সবাই কি উন্নত স্বাস্থ্যসেবার আওতাধীন?? এখানেই সত্যি টা লুকিয়ে। আমাদের এই জঞ্জালে ভরা দায়িত্বহীন রাষ্ট্রে যেখানে ৪ কোটি লোক প্রতিদিন একবেলা খেতে পারে,৯ কোটি লোক প্রতিদিন পুষ্টি চাহিদার ৫০ ভাগ ও পায় না, সেখানে সবার জন্য স্বাস্থ্যসেবা- অলীক কল্পনা মাত্র। আর এই চরম বৈষম্যে ভরা সমাজে এরকম শত শত আমজাদ ফকির ই শেষ ভরসা গরীব খেটে খাওয়া মানুষের কাছে। আমাদের মন্ত্রী- এম পি- সাংসদ- নেতারা সামান্য সর্দি-জ্বরেই মাদ্রাজ-ব্যাংকক- সিঙ্গাপুর ঘুরে আসেন, কিন্তু দেশের অধিকাংশ লোক বিনা চিকিৎসায়-ভুল চিকিৎসায়- অর্ধেক চিকিৎসায় মারা যায় অবলীলায়। ঢাকা কিংবা কোনো মেট্রোপলিটন শহরের পাঁচ তারকা হাসপাতালে তারা পৌছুঁতে পারে না।

গ্রামের এক কিশোরী মা কিংবা দিনমজুর পিতা তার অসুস্থ সন্তানকে চরম অব্যবস্থাপনায় ভরা উপজেলা হেলথ কমপ্লেক্সে নিতে ভয় পায়,বরং বেশী ভরসা পায় উপরওয়ালা- ভাগ্য-উপরওয়ালার সাগরেদ এই ভন্ড পীর- কবিরাজ-তান্ত্রিক কে। শিক্ষিত মধ্যবিত্তরা হয়ত তাদের শিক্ষার জোরে কিছুটা টেনে টুনে চালিয়ে নেয়,কিন্তু অশিক্ষিত অধিকার বঞ্চিত মানুষেরা তাদের কি অধিকার সেটাই জানে না, চিকিৎসা তো তাদের কাছে আকাশের চাঁদ। একদিকে পেটে খাবার নেই,শিক্ষা নেই, চিকিৎসা নেই- শুধু মুখ বুঁজে কেঁচোর মত বেঁচে থাকা। বিজ্ঞান কি, আধুনিক শিক্ষা কি , আধুনিক চিকিৎসা কি –এর কোনোটাই রাষ্ট্র আমাদের দেয় না, এমন কি জানতে- বুঝতেও দেয় না। কারণ,তাহলেই এরা দল বেঁধে চাইতে শুরু করবে, এর চেয়ে একজন-দুজন আমজাদ কে ধরে প্যাদানি দিলে ভালো বাহবা পাওয়া যায়,লোকজন ও কিছুদিন ভুলে থাকে।

রাষ্ট্র তার খাবারের- জীবিকার- জীবনের নিরাপত্তাই দিতে পারে না আর সেখানে স্বাস্থ্য !! এই অবিবেচক রাষ্ট্র- নীতিহীন শাসক-দুর্নীতিগ্রস্ত আমলাতন্ত্র সবকিছুকে একই রকম রেখে শুধু একজন আমজাদ ফকির কে ধরলেই এর শেষ হয়ে যায় না, হবেও না। মগজে পচঁন থাকলে দেহে তো তার লক্ষণ দেখা দিবেই !!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।