আমাদের কথা খুঁজে নিন

   

লন্ডনে হামলাকারী নাইজেরীয় বংশোদ্ভূত ব্রিটিশ

দুই হামলাকারীর একজন সম্পর্কে নিশ্চিত তথ্য দিয়ে স্থানীয় গণমাধ্যমে তার নাম মাইকেল আদেবোলাজো(২৮)উল্লেখ করা হয়েছে। মাইকেলের জন্ম ব্রিটেনে এবং তিনি নাইজেরীয় পরিবারের। পুলিশ লিঙ্কন শহরের কাছে একটি গ্রামে তার পরিবারের বাড়িতে এরই মধ্যে তল্লাশি চালিয়েছে বলে জানানো হয়েছে খবরে। দুইজনই অভিবাসী খ্রিস্টান থেকে পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছে বলে ধারণা প্রকাশ করা হয়েছে ব্রিটিশ গণমাধ্যমে। বুধবার প্রকাশ্য দিবালোকে ঘটা ওই হত্যাকাণ্ডকে সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছে দেশটির সরকার।

পুলিশের গুলিতে আহত দুই হামলাকারীকে কাস্টডিতে নেয়া হয়েছে। রাজধানী লন্ডনের দক্ষিণ-পূর্ব শহর উইলউইচে বুধবার স্থানীয় সময় দুপুর ২.২০ টায় এ হত্যাকাণ্ড ঘটে। পথচারীর ধারণকৃত ভিডিও ফুটেজে দেখা যায়, একজন কৃষ্ণাঙ্গ সন্ত্রাসী রক্তাক্ত চাপাতি হাতে বলছেন, “ডেভিড ক্যামেরনের কারণে ব্রিটিশ সরকার আরব দেশগুলোতে সেনা পাঠিয়েছে। আমরা আল্লাহর নামে প্রতিজ্ঞা করছি এ লড়াই থামাব না। কারণ মুসলমানরা প্রতিদিন মারা যাচ্ছে।

” ‘চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত’ এই মতাদর্শে বিশ্বাসী বলে জানান তারা। পথচারী নারীদের উদ্দেশ্যে হামলাকারীরা বলেন, “আমরা দুঃখ প্রকাশ করছি আপনাদের এসব দেখতে হচ্ছে। কিন্তু আমাদের দেশগুলোতে নারীরা একই দৃশ্য দেখছে। ” এ সময় তারা ক্যামেরন সরকার অপসারণের কথাও বলেন। এরই মধ্যে ঘটনাস্থলে পুলিশ আসলে তাদের ছোড়া গুলিতে দুজনই আহত হন।

হামলাকারী দুইজনই নিরাপত্তাকর্মীদের কাছে পরিচিত ছিল বলে জানিয়েছে বিবিসি। পথচারীর ভিডিওতে যাকে দেখা গেছে সেই-ই আদেবোলাজো বলে ধারণা করা হচ্ছে। মাইকেল আদেবোলাজো নাইজেরীয় বংশোদ্ভূত এবং নিবেদিতপ্রাণ এক খ্রিস্টান পরিবারের হলেও ২০০১ সালে কলেজ পাশের পর ইসলাম ধর্ম গ্রহণ করেন বলে জানানো হয়েছে বিবিসি’র কয়েকটি সূত্রে। ঘটনার পরপরই দেশটির প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বুধবার তার ইউরোপ সফর সংক্ষিপ্ত করে লন্ডনে ফিরে আসেন। এ হত্যাকাণ্ডকে ‘নিশ্চিতভাবে একটি সন্ত্রাসী কর্মকাণ্ড’ আখ্যা দিয়ে একে ইসলামের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে মন্তব্য করেন তিনি।

সন্ত্রাস কিংবা কেনোরকম সন্ত্রাসী তৎপরতাকে ছাড় দেয়া হবে না বলে ডাউনিং স্ট্রিটের কার্যালয়ে মন্তব্য করেন ক্যামেরন। পরবর্তী করণীয় ঠিক করার জন্য তিনি গোয়েন্দাপ্রধানদের নিয়ে জরুরি বৈঠকও করেন।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১৮ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।