when i get back to me, i get back to you
আজকে বেশ কিছুদিন পর খুব বেশি বেশি করে কান্না পাচ্ছিল তোকে ভেবে...কেঁদেই ফেললাম...আবার একবার...অনেকক্ষণ একটানা
ঘটনার শুরু খুব সামান্য ব্যাপার থেকে! টিউশনির পিচ্চিদুটার আম্মু আজকে আমাকে নামাজ পড়তে দেখে ওনার নিজের সংকলন করা 'অজিফা' দিলেন...
বই তিনটা হাতে নিয়ে প্রথমেই মনে হল...একটা আম্মুকে দিব...একটা খালামনিকে...আর একটা , আর একটা আন্টির জন্য...এই একটা চিন্তা সেই ভয়ঙ্কর শূণ্যতাটাকে আবার নতুন করে জাগিয়ে দিল যেন...
তুই তো নেই...থাকবি ও না...আন্টিকেও আর একদিন ও দেখিনি...ফোন ও করতে পারি না...মানুষটা এত বেশি ভাল কষ্ট দিতে ইচ্ছা করে না...কিন্তু অনেক মনে পরে ওনার কথাগুলো...অনেক
বইটা আমার পড়ার টেবিল এর ড্রয়ার এ রেখে দিয়েছি..ওনার নামেই তোলা থাকুক ।
ঠিক যেমন করে তোর জন্য সবটুকু ভালোবাসা তোলা আছে...
আবার খুঁজতে শুরু করেছিলাম ছেঁড়া সুতার ঘুড়িটাকে...অচেনা আকাশের সব নীল নীল কষ্টগুলো মিলে কই যে উড়িয়ে নিল ছোট্ট জীবনঘুড়িটা !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।