একটা ছেঁড়া দিন
বুকের মাঝে কষ্ট
একটা ছেঁড়া রাত
স্বপ্নগুলো নষ্ট।
তবু একটা আলোর ভোর
আমার পাশে তুই
একটা রোদের ডাকে
আকাশটা ছুঁই।
একটা পথের ভুল
একটা করুণ গল্প
একটা জীবন জানে
এক জীবনের অল্প।
তবু একটা আলোর ভোর
আমার পাশে তুই
একটা রোদের ডাকে
আকাশটা ছুঁই।
একটা চিৎকার
শব্দহীন হলে
একটা নীরবতা
অনেক কথা বলে।
তবু একটা আলোর ভোর
আমার পাশে তুই
একটা রোদের ডাকে
আকাশটা ছুঁই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।