আমাদের কথা খুঁজে নিন

   

একঘন্টা বিদ্যুৎ = একঘন্টা প্রধানমত্রী

মানুষ আর প্রাণীর মধ্যে পার্থক্য হলো-চেতনাগত ও সংস্কৃতিগত।

একঘন্টা বিদ্যুৎ একঘন্টা প্রধানমত্রী। http://www.biplobiderkotha.com http://www.gunijan.org.com কথাটি বলার কারণ হলো---যদি দেশে একঘন্টা বিদ্যুৎ থাকার পর একঘন্টা লোডশেডিং হয় বা থাকে তাহলে, 'একঘন্টা বিদ্যুৎ একঘন্টা প্রধানমত্রী' কথাটি মোটেও অযৌক্তিক নয়। কিন্তু বাস্তব হলো-- একঘন্টা বিদ্যুৎ = ৩ ঘন্টা লোডশেডিং একঘন্টা পানি = ৩ ঘন্টা ওয়াটারশেডিং একঘন্টা গ্যাস = ৬-৯ঘন্টা গ্যাসশেডিং প্রচণ্ড চৈত্রের গরমের সময় এই যদি হয় দেশের চিত্র, তাহলে 'একঘন্টা বিদ্যুৎ একঘন্টা প্রধানমত্রী' কথাটি মোটেও অযৌক্তিক নয়। যে প্রধানমত্রী দেশ চালাতে অক্ষম, তার দেশ চালানোর দরকার কি? জনগনের কাছে মাফ চেয়ে ক্ষমতা ছেড়ে বিশ্রাম নিন। নইলে আপনার মন্ত্রিসভার কোনো কোনো মন্ত্রির ভাগ্যে দৌড় সালাউদ্দিন জড়িয়ে যাবে। তার আগে সাবদান হয়ে যান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.