আমাদের কথা খুঁজে নিন

   

‘কওমী মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে’

বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষক সমিতি বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক মতবিনিময় সভায় এই অভিযোগ করেন।
হেফাজতে ইসলামের কর্মসূচিতে কওমী মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের ব্যাপক মাত্রায় অংশগ্রহণ ছিলো এবং ছাত্রদের মতিঝিলের সমাবেশে আসতে বাধ্য করার অভিযোগও রয়েছে। 
‘কওমী মাদ্রাসার মূল্যায়ন ও বিভ্রান্তি নিরসন’ শীর্ষক মতবিনিময় সভায় শিক্ষক নেতারা বলেন, ‘ইসলামবিরোধী চক্র’ এ ধারার মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচারে ব্যস্ত রয়েছে।  
“গত ৫ মে ঢাকায় ঘটে যাওয়া ঘটনার পর তারা কওমী মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে ষড়যন্ত্র করছে।” 
কওমী মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের মধ্যে ভয় ও আতঙ্ক বিরাজ করছে বলেও নেতারা জানান।  
তারা বলেন, আগামী ১১ জুন কওমী মাদ্রাসা বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষা নিয়ে বোর্ড কর্তৃপক্ষ ও মাদ্রাসার ছাত্ররা উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছেন।
সংগঠনের সভাপতি মুফতী আবুল কাছেমের সভাপতিত্বে সভায় সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা আতাউর রহমান আতিকী, মাওলানা ওয়াহিদুল আলম, মাওলানা আজিজুর রহমান, মাওলানা মুজাফফর আহমদ বক্তব্য রাখেন।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.