বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষক সমিতি বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক মতবিনিময় সভায় এই অভিযোগ করেন।
হেফাজতে ইসলামের কর্মসূচিতে কওমী মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের ব্যাপক মাত্রায় অংশগ্রহণ ছিলো এবং ছাত্রদের মতিঝিলের সমাবেশে আসতে বাধ্য করার অভিযোগও রয়েছে।
‘কওমী মাদ্রাসার মূল্যায়ন ও বিভ্রান্তি নিরসন’ শীর্ষক মতবিনিময় সভায় শিক্ষক নেতারা বলেন, ‘ইসলামবিরোধী চক্র’ এ ধারার মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচারে ব্যস্ত রয়েছে।
“গত ৫ মে ঢাকায় ঘটে যাওয়া ঘটনার পর তারা কওমী মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে ষড়যন্ত্র করছে।”
কওমী মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের মধ্যে ভয় ও আতঙ্ক বিরাজ করছে বলেও নেতারা জানান।
তারা বলেন, আগামী ১১ জুন কওমী মাদ্রাসা বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষা নিয়ে বোর্ড কর্তৃপক্ষ ও মাদ্রাসার ছাত্ররা উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছেন।
সংগঠনের সভাপতি মুফতী আবুল কাছেমের সভাপতিত্বে সভায় সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা আতাউর রহমান আতিকী, মাওলানা ওয়াহিদুল আলম, মাওলানা আজিজুর রহমান, মাওলানা মুজাফফর আহমদ বক্তব্য রাখেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।