চাঁদের বায়ুমণ্ডলের উপাদান, বৈশিষ্ট্য, ধূলিকণার পরিমাণ ইত্যাদি খতিয়ে দেখতে রোবট পাঠাচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ছোট গাড়ির সমান আকৃতির লাডি (এলএডিইই) নামের রোবটটি আগামী মাসে ভার্জিনিয়ার উপকূলীয় লঞ্চপ্যাড থেকে উৎক্ষেপণ করা হবে। লাডির কাজ হবে চাঁদের চারপাশে পরিক্রমণ করে বায়ুমণ্ডল সম্পর্কে বিস্তারিত তথ্য পাঠানো। এছাড়া চাঁদের আকাশে ধূলিকণার অস্তিত্ব আছে কি-না, তাও পরীক্ষা-নিরীক্ষা করবে লাডি।
নাসার বিজ্ঞানীরা জানান, চাঁদের বায়ুমণ্ডল খুবই পাতলা। বায়ুমণ্ডলের গঠন ও উপাদান সম্পর্কে নানা তথ্য ও ছবি পাঠাবে লাডি।
লাডির প্রজেক্ট ম্যানেজার বাটলার হাইন জানান, উৎক্ষেপণের প্রায় এক মাস পর লাডি কাজ শুরু করবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।