মুঠোফোনে বিনা মূল্যে বার্তা পাঠানোর অ্যাপ্লিকেশন ব্যবহারে ঘটতে পারে নানা বিপদ। সাইবার জগতের দুর্বৃত্তরা এই অ্যাপ্লিকেশন থেকে তথ্য চুরি করে নিতে সক্ষম। এক খবরে এ তথ্য জানিয়েছে ইকোনমিক টাইমস।
ভারতের সাইবার নিরাপত্তা বিশ্লেষকেরা দাবি করেছেন, ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো মুঠোফোন ব্যবহারকারীর সব তথ্য বিনা মূল্যের বার্তা পাঠানোর অ্যাপ্লিকেশন থেকে সংগ্রহ করতে পারে।
২৫ আগস্ট দিল্লিতে অনুষ্ঠিত হ্যাকার সম্মেলনে ভারতের একদল হ্যাকার সতর্ক করে জানিয়েছে, বিনা মূল্যের মেসেজিং অ্যাপ্লিকেশনগুলো নিরাপদ নয়। এ ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার করা হলে গোপনে নজরদারি করা সহজ হয়।
ভারতের এ হ্যাকার সম্মেলনে হ্যাকারদের মূল ধারায় তথ্যপ্রযুক্তির সঙ্গে কাজ করার সুযোগ বাড়ানোর জন্য আহ্বান জানানো হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।