একটু উকি দিয়ে আসবেন এখানে...http://get-a-solution.blogspot.com
আমাদের বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে নরওয়ের এক প্রফেসর এসেছিলেন, ভদ্রলোকের নাম জোসেফ নল। সেমিনারের পর ওনার সাথে দাড়িয়ে গল্প করাছিলাম। তখন উনি আমাদের স্যারকে বললেন,ছেলেদের চেয়ে মেয়েদেরকে ইঞ্জিনিয়ারিং পড়ানো ভাল। দেশ এত টাকা খরচ করে একটা ছেলেকে ইঞ্জিনিয়ার বানায়, এতে মাত্র একটা ইঞ্জিনিয়ার তৈরি হয়।
কিন্তু একটা মেয়েকে পড়ালে সে বাইরে যায়, কিছুদিন পর ফেরত আসে আরেকজন ইঞ্জিনিয়ার সাথে নিয়ে, সেটা তার হাসবেন্ড। ওই বেচারা এদেশে চিরজীবনের জন্য আটকা পড়ে যায়
এই গল্পটা শুনে মনে পরে গেল সামু ব্লগের কথা
ধন্যবাদ জানা, আরেকজন ইঞ্জিনিয়ারকে দেশে নিয়ে আসার জন্য।
ধন্যবাদ আরিল, জানাকে ভালবাসার জন্য
---------আরিল কিন্তু নরওয়ের আদি বাসিন্দা(ভুলও হতে পারে)------------
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।