আমাদের কথা খুঁজে নিন

   

একটা অ্যাড এর এক্সট্রিম বিশ্লেষণ-[না হাসলে পয়সা ফেরত] আর আমাগো টেক্রটাইল ইন্জিনিয়ারের নামে মহাকবি মাইকেল মেহেদীর মিথ্যা অভিযোগ-এর প্রমাণপত্র

Everything in the world has an expirary date, even relationship.

"নোকিয়া - কানেক্টিং পিউপল" ১ মিনিট ১০ সেকেন্ড-এর একটা ভিডিও। পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন "কানেক্টং পিউপল"-এর এক্সাক্ট মেনিং কি। কমন পড়লে দোষ নাই, তবে না হাসলে পয়সা ফেরত। Youtube Link টেক্রটাইল ইন্জিনিয়ারের নামে মহাকবি মাইকেল মেহেদীর মিথ্যা অভিযোগ-এর প্রমাণপত্র: ব্লগের সর্বোকালের সর্বশ্রেষ্ঠ দুই বিনোদনকে আপনারা প্রায় সবাই চেনেন। তারপরেও যারা চেনেন না তাদের জন্য একবার বলি, ১।

মাইকেল মেহেদি : সর্বোকালের সর্বোসেরা কবি, মানসিক রোগের ডাক্টার, ভূয়া নাম্বারিং এর জনক, শ্রাবন্তীর প্রেমিক ... কবিগুরু মেহেদি। ২। তৌহিদ Exceptional : টেক্রটাইল ইন্জনিয়ার কাম ফটোশপ মাস্টার ... সবসময় নিজেকে নিয়ে ব্যাস্ত থাকা এক প্রতিভা। কবিগুরু মাইকেল মেহেদি ছিলেন একজন ভবিষ্যত গণনাকারী। তিনি ভূয়া নাম্বারিং এর মাধ্যমে গত ১৪ ই জুন, ২০০৮ সালে সন্ধ্যা ৬:৫০ মিনিটে বলেছিন তৌহিদ একজন কবিতা চোর।

কিন্তু আমার জানামতে আমাদের টেক্রটাইল ভাই বিভিন্ন নিউজ ওয়েবসাইট থেকে সংবাদ চুরি করে কপি-পেষ্ট করলেও তিনি কখনো কবিগুরুর কবিতা চুরি করেন নি। তিনি তার ফটোশপ নিয়েই সবসময় ব্যস্ত থাকেন। নিচের লিংকে কবিগুরু কতৃক পোষ্টিত, টেক্রটাইল ইন্জিনিয়ারের নামে মিথ্যা অভিযোগ-এর প্রমাণপত্র দেওয়া হলো ... ব্যাটা কবিতা চোর তৌহীদ ডিসক্লইমার: এটা একটা ফান পোষ্ট। কবিগুরুর কোন ভক্ত যদি তৌহিদ বলে টেক্রটাইল ইন্জিনিয়ার ব্যতীত অন্য কোন তৌহিদ-কে নির্দেশ করেন তবে লেখক দায়ী থাকবে না।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.