PM এর অফিসে যদি সোলার সিস্টেম করা যায় এবং Bangladesh Bank ও যদি সোলার সিস্টেমে আসতে পারে তাহলে এটাতো অনুকরনীয় হওয়া উচিত সকলের জন্য।
বড় বড় কমার্শিয়াল বিল্ডিং এবং শপিং সেন্টারগুলোকে নির্দিষ্ট সময় বেধে দেয়া উচিত যাতে তারা নিজেদের বিল্ডিং এর জন্য সোলার সিস্টেম করে নিতে পারে এবং পরবর্তীতে নিয়ম করাও যেতে পারে দিনের বেলা তাদের কোন কারেন্ট সাপ্লাই দেয়া হবে না।
আপাতত এই পদ্ধতি ছাড়া আমাদের সহসা মুক্তি তো দেখি না। কারন ব্লেইম গেইম ঠিকই চলছে। ৭ বছর দেশের বিদ্যুত খাতে কিছু হয় নাই তো ভুগো এখনঃ এই হলো মোটামুটি পিএমের বক্তব্য। খবরে পড়লাম ৪৮ বছর পুরানো বিদ্যুত প্লান্ট হতে আর বেশী কি আশা করা যায়? তাই আপাত সমাধান যদি নাই পাওয়া যায় যেমন সংশ্লিষ্টরা বলছেন আরও ২/৩ বছর গরমের মৌসুমে এমন হবে কারন রাতারাতি উৎপাদন বাড়ানো সম্ভব নয় এবং কথা সত্যি।
ভবিষ্যতের জন্য নিউক্লিয়ার পাওয়ার প্লান্টের বাগাড়ম্বর তুলে রেখে আপাতত সোলার সিস্টেমেই চোখ দেয়া বুদ্ধিমানের কাজ হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।