Everything in the world has an expirary date, even relationship.
একই গান .... ভিন্ন লিরিকস।
সময়টাও ভিন্ন।
বদলে গেছে মডেল,
ড্রেসআপও বদলে গেছে ......
দেখুন তাহলে .......
ওল্ড জেনারেশন:
স্যাম্পল লিরিকস:
...... তুমি জোসনা হেথা, দিয়েছিলে কথা,
তোমারে না দেখলে আমার প্রাণে লাগে ব্যাথা,
বলো তুমি এখানেতে আসবে কতক্ষন,
তোমারে না দেখলে আমার ঘরে যায় না মন ...
Youtube Link
নিউ জেনারেশন:
স্যাম্পল লিরিকস:
......... প্রেমের আরেক নাম হলো বেদনা,
বেদনা মানে - বেদের মেয়ে জোসনা,
মেয়ে, কথা দিয়া তুই কেন কথা রাখস না,
আসি আসি কইরা কেন তুই, আসিস না,
প্রমের নামে তুমি মেরে যাও, অনেক ফাঁকি,
বেল দাও না তবু আমি অপেক্ষায় থাকি,
বেদের মেয়ে আজকাল হয়ে গেছে বেগার,
পারবেনা আটকাতে তোমার এই মায়াজাল,
দুষ্ট হাসি, আর সেলফোনে মিসকল,
কথায় কথায় রাগ, আর কিছু হলে চোখে জল,
বয়ফ্রেন্ড মানে আজ আমি, কাল আরেকজন,
মন চাইলে যখন তখন হইয়া যাও ভাই-বোন ......
Youtube Link
উপসংহার:
আপনারাই বলেন .........
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।