আমাদের কথা খুঁজে নিন

   

নিহত ফারুকের লাশ ফেরত দিল বিএসএফ

নওগাঁর সাপাহার উপজেলার হাপানিয়া সীমান্ত এলাকা থেকে আটক অবস্থায় মৃত বাংলাদেশী যুবক ফারুক হোসেনের লাশ পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর করেছে বিএসএফ।

নওগাঁ ৪৬ বর্ডার গার্ড ব্যটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আনোয়ার হোসেন জানান, আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার হাপানিয়া বিজিবি ক্যাম্পের আওতাধীন কৃষ্ঞসদা গ্রামে সাপাহার থানা পুলিশের হাতে ফারুকের লাশ হস্তান্তর করেছে ভারতের মালদহ জেলার হবিপুর থানা পুলিশ।

হবিপুর থানার এসআই পবিত্র মাহাতো আনুষ্ঠানিকভাবে ফারুকের লাশ হস্তান্তর করেন। লাশ গ্রহন করেন সাপাহার থানার এসআই মনিরুল ইসলাম। পরে সাপাহার থানা পুলিশ ফারুকের পিতা এনামুল হকের নিকট হস্তান্তর করেন।

তবে অপর বাংলাদেশী যুবক জিয়াউর রহমানকে বর্তমানে ভারতের প্রচলিত আইনে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেছে বলে বিএসএফ জানায়।

এ সময় ৪৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর শামসুদ্দিন মোঃ আরিফুল ইসলাম, সাপাহার উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন মিঞা, বিএসএফের পান্নাপুর কোম্পানী কমান্ডার শ্রী শশী দেও প্রসাদ, সাপাহার থানার অফিসার ইনচার্জ মোঃ নূর ইসলাম এবং সাপাহারের গোয়ালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল মন্ডল উপস্থিত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, নিহত ফারুক হোসেন ঢাকায় গার্মেন্টস-এ চাকুরী করতো। কখনও কখনও এলাকায় রিক্সা-ভ্যান চালিয়ে সংসার চালাতো। আবার পুনর্ভবা নদী এবং বিলে মাছ ধরেও আয় করতো।

গত শক্রবার সন্ধ্যায় সে মাছ ধরতে যাওয়ার নাম করে বাড়ি বের হয়ে আর ফিরে আসেনি। পরদিন শনিবার সকাল ১০টার দিকে পরিবারের লোকজন বিএসএফের হাতে আটকের খবর পায়। ফারুক দুই সন্তানের জনক। পরিবারের লোকজনের দাবি ফারুক গরু ব্যবসায়ী নয় ঘটনার দিন মাছ ধরার জন্য বাড়ি থেকে বের হয়ে যায় সে।

উল্লেখ্য, গত শনিবার সকালে বাংলাদেশী দুই যুবক ফারুক হোসেন ও জিয়াউর রহমান সাপাহারের হাপানিয়া সীমান্ত এলাকার ২৩৫/২৩৬ পিলার সংলগ্ন ভারতের পান্নাপুর এলাকা থেকে আটক করে নিয়ে যায় ভারতীয় বিএসএফ।

পরে ভারতের মালদহ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফারুকের মৃত্যু হয়।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.