আমাদের কথা খুঁজে নিন

   

কৃষকের লক্ষাধিক টাকার ফসল নষ্ট করেছে দুর্বৃত্তরা

ঝিনাইদহের শৈলকুপায় রোববার দিবাগত রাতে ৪ কৃষকের লক্ষাধিক টাকার কপির বীজতলা বিনষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। অভিযোগ পাওয়া যায়, শত্রুতা করে উপজেলার মহেশপুর গ্রামের কৃষক আয়ুব আলী, ছানার উদ্দিন, রেজাউল মন্ডল ও মোলাম মণ্ডলের কপি ক্ষেতের বীজতলায় দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়।

মহেশপুর গ্রামের কৃষকেরা জানায়, শীত মৌসুমের অন্যতম সবজি ফুলকপি ও বাঁধাকপির জন্য ১২ কাঠা জমিতে বীজতলা দেয়া হয়। রোপণের উপযোগী হওয়া প্রায় ১ লাখ চারা প্রতি পিস গড়ে ১ টাকা করে বিক্রি করা যেত। কিন্তু বাজারে উঠানোর আগ মুহূর্তে কে বা কারা সব চারা ভেঙে দিয়েছে।

মহেশপুর গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষক আয়ুব আলী জানান, প্রায় ১ মাস ধরে বীজতলায় চারার পরিচর্যা করা হয়। সামনের শীত মৌসুমে আগাম লাগানো যেত এসব চারা। একজন কৃষক প্রায় ৩০-৩৫ হাজার টাকার চারা বিক্রি করতে পারতেন । পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে এলাকাবাসী জানায়। 

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.