বাংলা আমার ভাষা, বাংলায় আমার জন্ম, বাংলাদেশেই যেন হয় মরণ।
আমাদের স্বরাস্ট্র মন্ত্রি মহাদয় কোথাও দাওয়াত পান আর না পান ইস্কুলের অনুষ্ঠানে ভালোই দাওয়াত পান। এটা খুবই ভালো দিক। বিশেষ করে তার এই স্কুলমুখী কাজ আমার খুবই ভালো লাগে। কিন্তু সমস্যা হল আরেকটা।
আমার ভাতিজি আমাকে এসে জিজ্ঞেস করলো চাচু তুমি কি যুদ্ধ অপরাধী, তাহলে তোমকে কিন্তু পুলিশে ধরে নিয়ে যাবে। আমিতো শুনে আক্কেল গুড়ুম। সে বলে আমাদের স্কুলে আজ একটা কালো মন্ত্রি এসে বলেছে যুদ্ধ অপরাধী যেখানেই থাকুক তাকে ধরে আনা হবে।
আমি কিন্তু সাহারা খাতুনের বিরোধিতা করছি না। কিন্তু বলেনতো এগুলো কি স্কুলে এসে বলার যায়গা! বেটির একটা সাধারণ জ্ঞান(কমন সেন্স) থাকা উচিৎ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।