আমাদের কথা খুঁজে নিন

   

হাসি গুলো।

স্বপ্নরা ডানা মেলুক ইচ্ছে মত ..নীল আকাশে.

মনে মনে কিছু ভেবে যারা আপন মনে একা একা হাসেন আমি তাদের দলের ই একজন...কিন্তু এই হাসা আবার মাঝে মাঝে বিপত্তিতে ফেলে দিতে পারে আপনাকে..কয়েকটা উদাহরন দিচ্ছি.. ১) ট্রেন এ করে যাচ্ছি কলেজে আর অন্য সব সময়ের মত ভাবছি কিছু..ভাবতে ভাবতে নিজের অজান্তেই হাসছি..মিটি মিটি টাইপের হাসি..আর তাকিয়ে আছি ট্রেন এর ভিতর যে বিঙ্গাপন গুলোর ছবি থাকে সেগুলোর দিকে...আমার কিন্তু কোনো খেয়াল ছিলো না কিসের বিঙ্গাপনের ছবি অখানে..আমি হাসছিলাম অন্য কারনে..আর আমার ঠিক পাশেই বসা ছিলো এক বঙ্গালি uncle হুজুর হুজুর টাইপ....তো আমি হঠাৎ দেখি তিনি আমার দিকে তাকিয়ে এমন একটা পেচার মতো মুখ বানালেন যার অর্থ টা বের করলে দারায়..".আজকাল কার বাঙ্গালি মেয়েগুলো একেবারে জাহান্মামে গেছে"...আমি তো অবাক! এই লোক আমার দিকে তাকিয়ে এমন করছে কেনো?? হঠাৎ খেয়াল হলো আর উপরে তাকিয়ে আমি হতভম্ভ! কে পিকচার টার দিকে তাকিয়ে আমি মুচকি মুচকি হাসছিলাম সে আর কিছুই না.. sex related add! আমার তো নিজের চুল নিজের ছিরতে ইচ্ছা করছে..আল্লাহ! এই লোক কি না কি ভেবে বসে আছে..লজ্জাই এই মুখ আর আমি তুলি নাই..হুডি টাকে মাথায় ভালো করে টেনে দিয়ে পরের স্টপেই নেমে চলে গেছি যদিও সেটি আমার স্টপ ছিলো না.. ২) আরেকবার বাসায় আমি..নিজের মনে মজার কিছু মনে করে করে হাসছি আর আয়নার দিকে তাকিয়ে মাথার চুল নারা চারা করছি...হাতে ফোন ও ছিলো..n guess what! আব্বু আমাকে অনেক ক্ষন ধরেই লক্ষ করছিলেন এবং তিনি ধরেই নিলেন আমি প্রেমে পরেছি!!..কোনো ছেলের সাথে আমার প্রেম চলছে..সোজা আম্মুকে গিয়ে বলে দিলেন..আর আম্মু এসে তো আমাকে রাজ্যের সব প্রশ্ন! নিজের ঘরেও শান্তি নেই ৩) সেবার আমি সবে ফ্রেসমেন..কলেজে ছিলাম ..কাল্সে যাওয়ার জন্য হাটছি..দারুন একটা দিন ছিল..Fall Season. চারদিকে পাতা পরার দিন..গাছগুলোতে সব রং বেরং এর পাতা ..অনেক সুন্দর লাগছিলো campus টা। আমি যখন নিচে দিয়ে হাটছিলাম আর হাসছিলাম আপন মনে প্রকৃতির এই রুপ দেখে আর ঠিক তখন আমাকে দেখছিলো অন্য কেও দুর থেকে..আমার এই আপন মনে হাসি দেখে নাকি সে প্রেমে পরে যায়..হা হা হা যাকে বলে "love at first sight" পরে ভাবছিলাম আমি যদি না হাসতাম তবে হয়তো এইসব আজব আজব situation এ পরতে হতো না।তার পর থেকে শুরু হলো নতুন আর এক জ্বালাতন। এমন আরো অনেক ঘটনা আছে যেগুলো মনে পরলে এখন শুধু হাসি পায়.. আচ্ছা এই সব বাদ..ঘুম টুম বাদ দিয়ে কি সব লিখছি..বাংলাদেশ ব্যাটসমান রা ব্যাটিং শুরু করেছে..কিন্ত দেখব না..প্রায়ঢ চারটা বাজে.ঘুমোতে চলে যাব.. একজন কে বললাম কিছু ঘুম পাঠায় দেন না.. তিনি কি একটা নতুন মেঘে করে যে ঘুম পাঠালেন! আসতে এতো দেরি করলো!! এই জন্যই বলেছিলাম পুরানো কাওকে দিয়ে পাঠান!! না ! কার কথা কে শোনা!! এই যে এতক্ষন ঘুমাতে পারলাম না এখন এই দোষ কার ঘারে চাপা্ই?? ..তুহ রুখ যারা! এমন পিটানি দিবো না!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.