এক কলিগের দুই মেয়ে। সুশ্রী, বড়টি ডাক্তারী পড়ে, ছোটটি এইচএসসি। কলিগ স্বামী-স্ত্রী দুজনেই চাকরী করেন। ১১ বৎসর পর তাদের ছেলে হল। সেও সুন্দর, খুবই মায়াবী।
আদর করে নাম রাখা হল 'শায়ের'। কিছুদিন পর বোঝা গেল তার নজর অন্যদের সাথে মিলছে না। নীচে তাকিয়ে থাকে। ডাকলে সাড়া নেই। আপনমনে চলে।
এখন সে বেশ বড় হয়েছে। কিন্তু তার সাথে লোক থাকতে হয়। একা কিছু করতে অপারগ। আজ ৩য় বিশ্ব অটিজম দিবসে শায়ের এর কথা, আরো দেখা এমন অনেক শিশুর কথা মনে পড়ছে। প্রতি হাজারে এমন একজন শিশু আছে।
তারা যেমন অসহায়, তাদের পরিবারও। দয়াময় আল্লাহ তাদের ওপর রহম করুন, ধৈর্য্য দিন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।