আমাদের কথা খুঁজে নিন

   

"ফ্রাইডে ফ্রি মার্চ" (Concert for the weekend)


কার্যকারণের দুনিয়ায় কারণ ছাড়াই গান শুইন্না যান। একঘেয়ে কর্পোরেট কারাগার থেকে শুধু মাত্র মজা মারার তাগত নিয়া আইসা পরেন আপনারা---- "ফ্রাইডে ফ্রি মার্চ" সপ্তাহান্তের গানের মজমায় এই শুক্কুরবার, ২এপ্রিল, ২০১০ ছবিরহাট (চারুকলার বিপরীতে) বিকাল ৫.৩০ - রাত ১০ টা গান গাইব: মেঘদল ইমোগিন (ইউকে) এবং কার্তিক একুস্টিকা ফিউড৮৬ মনোস্বরনী মেঘদল গানের নাটকীয় উপস্থাপনা রাখব একুস্টিকা সুরের নিঃশ্বাস আর প্রশ্বাসের মিথস্ক্রিয়ায় জীবন গাইব মনোস্বরনী কবিতার ভিতরে করব সুরের তান্ডব ফিউড৮৬ দেখাইব সুরের তাগত ইমোগিন আর কার্তিক সাম্বা ও ব্রাজিলীয় মাতমে প্রকাশিত করব সুরের দ্বৈরথ হা এক্কেরে ঠিক, এইডা হইব পুরাডা সুরের অভিসার; ভিন্নতার অভিলাসে অভিন্ন মাতম। আমাদের মধ্যকার অ-সুরও এড়াইব না। একই সাথে বাজব বংশি আর শিঙা.... নো টিকেট। গার্হস্থ্য আদম কি হাওয়া...... অফিসে সোস্যালে কর্পোরেশনে রোজ যাহাদের আসা-যাওয়া......... আর গোলামীতেই যাহাদের নাওয়া-খাওয়া.........আজিকে তাহারা হইতেছেন হয়তো "হাওয়া হাওয়া ও হাওয়া মুঝকো লোটা দে" সূচক বাঁধনহারা। তো তাহারা নিজেদের না-হারা ভাবিতে ভাবিতে আলতো করে যদিও খান বিপ্লবের আলু্বোখারা, আর মনে মনে বলেন “না না আর তো পারি... না” তাহারা তাহারা এমনতর বাঁধন... হারা দিবসে ভেতরে ভেতরে হয়তো কিঞ্চিৎ ফিল করেন উরাধুরা। তবু পথে নামিবার পান না খানিক বল; কেননা মনখানাতে লুতুপুতু রবিবাবু করিতেছেন টলমল! তো পাড়ি এবার আসল কথা, জানিয়া লন যথাতথা……… “আমরা গাইব শুধু গান, আমরা চাই না ভুয়া মান, হতে চাই না শিরোনাম, আমরা গাইব শুধু গান, থাকো ইচ্ছে হলে কিম্বা কেটে যাও……চুলোয় যাক সব ভদ্দরলোকের কৃষ্টি, আসুক তেড়ে বৃষ্টি, ফস্টিনস্টি ভাসিয়ে রসাতলে
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.