আমাদের কথা খুঁজে নিন

   

শততম ‘বাইক ফ্রাইডে’

বিডিসাইক্লিস্টের পাঠানো এক বিজ্ঞপ্তি থেকে জানা যায় এতে অংশ নেবেন পাঁচশরও বেশি সাইক্লিস্ট।
২০১১ সালের মাঝামাঝি সময়ে বিডিসাইক্লিস্টের উদ্যোগে বাইক ফ্রাইডের শুরু হয়। দৈনন্দিন জীবনের ক্লান্তি থেকে মুক্তি, ভ্রমণে আনন্দ আর সুস্বাস্থ্য অর্জনের লক্ষ্য নিয়ে শুরু হয়েছিল এই  ইভেন্ট।
গত ৩ বছরে দেশের সবচেয়ে বড় সাইক্লিস্ট সংগঠনে পরিণত হয়েছে বিডিসাইক্লিস্ট। সংগঠনটির ‘বাইক ফাইডে’র নিয়মিত গন্তব্যের তালিকায় আছে বসিলা, বিরুলিয়া, মাওয়া, কেরানিগঞ্জ, মিরপুর ডিওএইচএস, আফতাবনগর এবং উত্তরারমতো রাজধানীর ভেতরে এবং বাইরের একাধিক স্থান।
শততম বাইক ফ্রাইডে উপলক্ষে সকাল ৭টায়, মানিক মিয়া এভিনিউ থেকে বিডিসাইক্লিস্টের আয়োজিত সাইকেল ভ্রমণ শুরু হবে।
এ উপলক্ষ্যে সংগঠনিটর লোগো সংবলিত বিশেষ হুডি পরে সাইকেল ভ্রমণ ছাড়াও থাকছে কেক কাটা, বিভিন্ন ধরনের গেইমসসহ নানান আয়োজন।
এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য দেশের সাইকেল প্রেমীদের আমন্ত্রণ জানিয়েছে সংগঠনটি।
এতে অংশ নেওয়ার জন্য হেলমেট পরার বাধ্যবাধকতা রয়েছে সংগঠনটি পক্ষ থেকে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।