আমাদের কথা খুঁজে নিন

   

Green Zone মুভ্যি কপচানি (৩)

প্রতিদিন ভাবি আর ঢুকুম না ;)

Green zone দেইখা হতাশ হইলাম রে ভাই। ব্যাপক হতাশ হইছি। কাহিনী আছে মোটামুটি কিন্তুক Paul Greengrass এর কাছে এমন মেকিং আশা করি নাইক্যা কোন মুভ্যি দেইখ্যা যদি আপনার মনে হয় যে আপ্নে ছবির সেটে বইস্যা দেখতেছেন, তাইলে এর চাইতে খারাপ কিছু নাই। আশা বেশি ছিলো বইলা নিরাশও বেশি হইছি, এক্কেরে খাপে খাপ। ইরাকে আমেরিকার weapon of mass destruction (WMD) নিয়া ঝাপায় পড়া নিয়া কাহিনী।

কিন্তু কাহিনী জমে নাই, ফাইট্যা গেছে। কিছু ক্যারেকটার আনছে যেগুলার কোন বেল নাই পুরা মুভ্যিতে। আসছে, লাফাইছে, তারপর চইল্যা গ্যাছে ম্যাট ডেমন যথাসাধ্য করছে, কিন্তু bourne এর খোমা থেইক্যা বাইর হইতে পারে নাই। চোখ-মুখ শক্ত কইরা একই বিলাই বার বার বাঘ বইলা বেচন যায় না। Bourne এর মতো চুপার intense movie এর পরিচালকের কাছ থেইক্যা এই মাল আশা করি নাই।

মনে হইছে, বেচারা অকালে গর্ভবতী হইয়া কিছু একডা পয়দা কইরা কাম সারতে চাইছে x( ডিরেক্টর রে মাইনাস। চাড্ডি-বাত্তি নিয়া হতাশ হইছি তাই রেটিং নামায় দিলাম। 4.5-5. মেকিং আর স্লো কাহিনী রেটিং খাইয়া ফেলছে। লিংক চাইয়া লাভ নাই , পাইরেসি খুপ কারাপ letmewaththis এ টোকা দিয়া দেক্তারেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।