জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম বার্ষিকীর এ উৎসব উপলক্ষে ত্রিশালে নানা কর্মসূচি হাতে নিয়েছে স্থানীয় প্রশাসন।
দরিরামপুর একাডেমী মাঠের নজরুল মঞ্চে চলছে শেষ সময়ের প্রস্তুতি।
শনিবার সকালে নজরুল মঞ্চে ২৫, ২৬ ও ২৭ মে’র এই উৎসবের উদ্বোধন করা হবে।
ত্রিশালের উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে দরিরামপুর নজরুল মঞ্চকে ঘিরে।
তবে, কবির বাল্যস্মৃতি বিজড়িত দুটি স্থান কাজীর শিমলার দারোগা বাড়ি ও নামাপাড়া গ্রামের বিচুতিয়া বেপারি বাড়িতে আলাদাভাবে স্থানীয় প্রশাসনের উদ্যোগে নজরুল জয়ন্তীর একটি করে অনুষ্ঠান আয়োজনের কথা রয়েছে।
ভারতের আসানসোল থেকে কাজী নজরুল ইসলাম ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাজীর শিমলা গ্রামের দারোগা রফিজ উল্লাহর বাড়িতে আসেন।
এখানে বেশ কিছুদিন থাকার পর ত্রিশালেরই নামাপাড়া গ্রামে রফিজ উল্লাহর এক আত্মীয় বিচুতিয়া বেপারী বাড়িতে জায়গীর হিসেবে চলে যান।
তাই ত্রিশালের প্রায় পুরো এলাকা কবি নজরুলের বাল্য স্মৃতি বিজড়িত স্থান হিসেবে স্বীকৃত। তবে, সবচেয়ে বেশি পরিচিত স্থান কাজীর শিমলার দারোগা বাড়ি ও নামাপাড়া গ্রামের বিচুতিয়া বেপারী বাড়ি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।