সত্য পথের অনুসন্ধানি
একটি জামা চেয়েছি আপনাদের কাছে
না, না পুরো ৫৫ হাজার বর্গ মাইলের লাগবে না।
শুধু নাভি থেকে হাঁটু অবধি হলেই হবে। নেহায়েত ছোট,
অল্প বয়সী একটা মেয়ের বঙ্গ বাজারের জামা কেবল।
না, না তাতে ঢাকবে না আমার স্বদেশের
তলা বিহীন ঝুড়ির লাজ; জানি ঢাকবে না
কু- নীতি, দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়নের কলংক;
আরো জানি,
মুক্তিসংগ্রাম, মুক্তিযুদ্ধের বছরকে সংগ্রামের বছর,
যুদ্ধাপরাধীর বিচারকে ইয়াহিয়া আমলের বিচার
বলা কটুক্তিকারীর সদম্ভ পদচারণায়
লুন্ঠিত পতাকার "বাচাঁও" আর্তনাদের আকন্ঠ শরীরেও
ওম দেবে না এই এক টুকরো জামা।
তবুও বলি আমাকে একটা জামা দিন।
লজ্জা ঢাকার জন্য নয়, নয় আমার মৌলিক চাহিদার প্রখর দাবিতেও।
আমার জামা দরকার নির্লজ্জতা ঢাকতে এই
নির্বাক সরল ব- দ্বীপের, যে বোঝে না লজ্জা, বোঝে না নির্লজ্জতা।
বোঝে কেবল শাসকের শোষণ, বোঝে অক্ষমতা , বোঝে অপরাগতা।
বালিকা আমি এখনো পাই নি জামা , কেবল পেয়েছি আশ্বাস
এই অক্ষমতা আমাকে মাথা নোয়াতে নোয়াতে মাটিতে ঠেকায়
দংশিত বিবেক আমকেও দংশায় আপাত সুখের শরীরে।
আমার বিত্ত বৈভবের মোহনীয় সুগন্ধি
শেরাটনের লবিতেই ছড়ায় আবেশ
কিন্তু মনে, নাকে থেকে থেকে আসে
চকলেট বালিকার গায়ের বোঁটকা ঘামের গন্ধ
দংশিত বিবেক এড়াতে দেয় নি ম্রিয়মান আমাকে ।
তাই কুলারের বরাবর দাঁড়িয়েও
হালকা হয়না বিবেকের অতিষ্ট কামড়।
আমি ঢাকতে চাই ,বাঁচতে চাই,
ক্ষমা ও ক্ষান্ত চাই অসমের,অসম সুখ বন্টনের।
আমি জানি তোমরা ক্যাপিটালিজমের সন্তান
বুর্জুয়ার হেজেজ এর শেষ প্রান্ত আগুন।
জানি তোমার নাম এখন পথ,পথ শিশু,
অন্য রকম স্বাধীন তুমি, তোমরা,
ভাল না লাগলে কখনো চকলেট কখনো ফুল বালিকা
তোমার চাহিদাও সামান্যই, শুধু একটু ভালোবাসা -নখ পালিসের সমান;
অথবা পিংক কালারের একটি জামা -হাঁটু অবধি
স্নেহের এক লোকমা ভাত-শুধু মরিচ বা কচলানো আলু;
মাঝে মাঝে মাঝ রাতে হয়ত আরো একটা চাহিদা বাড়ে তোমার
অতি নগন্য সে চাহিদা, ভ্রুণের পরিচয়,ঠিকানা শেকড়ের।
অথবা মায়ের ওম, পিতার কপালে রাখা হাত, ধমক, মেলায় যাওয়ার বায়না।
অতপর বাবার হাতে হাত পুরে মেলায়, নাগর দোলায়।
কিন্তু দেখ বালিকা এত কিছু আমি পারব কিনা জানি না তবে,
আমার হাতে দেখ তোমার নাঙা পোষ্টার
দেখ সেমিনারে যাওয়ার পত্রছাড়
তোমার কথা বলে বলে আমরা সেমিনারে
নিয়ে আসব নাটকীয় পরিবেশ,পিন পতন নীরবতা
কপালের বিন্দু বিন্দু ঘাম মুছতে কুলারের ডিজিট যাবে ক্রমে নেমে।
ক্রমে হালকা হবে পরিবেশ,হবে কিছু ক্ষণিক প্রতিজ্ঞা
ভেবো না বালিকা এ তোমার দুর্দশায় মেলায় আমাদের উল্লাস!
বালিকা সত্যই তোমারটা আমরা দেখছি..খুব সিরিয়াসলি---
কিন্তু এখন যে আমার বাড়ি ফেরার তাড়া-
তোমার মত নয়,বরং তোমার বয়সী আমার মেয়েটি
আমার সেল ফোনে বারবার তাড়া দিচ্ছে
তার ক্লাসমেটের জন্ম দিনে কেক কাটার নিমন্ত্রণে।
বালিকা তুমি মন খারাপ কর না আমি কালকেই প্রেসে দিব
সেমিনারের মূল প্রবন্ধটা। জানো কি টাইট লেখা হয়েছে!
জানো সেমিনারে সবাই তোমার পক্ষে বলেছে,
বলছে সাম্যবাদের কথা, সমবন্টনের কথা।
বলেছে, "স্বাধীনতা, গণতন্ত্র তো সবার গায়ে জামা দেখার জন্য। "
তাই তুমি আজ চলে যেতে পারো। আপাতত কয়েকদিন রমনা পার্কে বা কমলাপুরের রেল লাইনে ঘুমাও।
বিরাট প্রকল্প নিয়ে এগুচ্ছি, তোমাদের জন্য কেবল জামা নয়, হতে পারে বাড়িও। যদি পাই কোন দাঁতাল দাতা সংস্থা।
জানো, তোমার ছবি নিয়ে চ্যানেলে চ্যানেলে বিজ্ঞাপণ চলছে।
তোমাকে কেমন জামা দেয়া দরকার তা নিয়ে চলছে তুমুল টকশো;সাথে এস এম এস। তোমার টপলেস শরীরে ফোন কোম্পানীরা অলরেডি পরিয়েছে ভিজ্যুয়াল একটা লাল জামা। গ্রাফিক্স ডিজাইনের সে জামার পেছনে ফোন কোম্পানীর লোগোটা বেশ জ্বলজ্বল করছে ;
সে জামায় তোমাকে অনিন্দ্য লাগছে।
তুমি দৃপ্ত পায়ে এক গোছা ফুল হাতে এগিয়ে যাচ্ছো শহীদ মিনারের দিকে।
আর সেই সাথে বেজে উঠছে তাদের ব্র্যান্ড থিম সং। তুমি দেখলে অনেক খুশি হবে।
এই ফাঁকে আমরা হাতের কাজগুলো সেরে নিই।
টকশোর মতামতগুলো জেনে নিই,
জেনে নিই এস.এম.এস এর গুলোও;
সাথে জেনে নিই কত এস.এম.এস এ কত এসেছে।
বালিকা এ কি! তুমি এখানে কেন! কেক কাটার চকচকে ছুরির ধারে।
বালিকা তুমি এখানে কেন? কারু-মোমের আগুনের নীলাভ শিখায়?
আমি কথা দিয়েছি হয়নি তোমার!! একটু ধৈর্য্য নেই তোমার?
তোমাকে তাই কাটতে হবে ছুরির ফলায়
তোমাকে পুড়তে হবে আগুনের শিখায় :
প্রাচুর্যের,আভিজাত্যের অন্দর মহলে প্রবেশের
অনিবার্য শাস্তি স্বরূপ।
কারণ তোমাদের প্রতি রায় কার্যকর করতে
আমাদের সামনে কোন ইনডেমনিটি নেই।
নেই এখানে, নেই কোনখানে। যাও, যত্সব!! কিছু হবে না তোমাদের ।
বালিকা আমিও পারলাম না একটা জামা দিতে।
তুমি আমাকে রাগিয়ে দিয়েছ। জন্মদিনের পার্টিতে তুমি আমার সফেদ কফলিনে ময়লা হাত লাগিয়েছ। বিরক্ত করেছ। আমি ব্যাপক মনক্ষুন্ন তোমার প্রতি।
তাই এভাবেই কাটবে তোমার আদি-অন্ত।
শীত -বসন্ত জামা হীন, জমা হীন।
---------------ছবি -ফুয়াদ -----
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।