সেদিন একজন আমায় বলল
তুমি নাকি আমাকে অনুকরণ কর
আমি শুনে অবাক হলাম,
হাসলামও বটে
কটাক্ষে না, স্মৃতিচারণ করে
যখন আমিও একজনকে খুব অনুকরণ করতাম
তার কথা বলার ভঙ্গি
তার ঠাট্টা করার ধাঁচ
কিংবা তার অনেক শব্দের ভিড় থেকে
ঠিক শব্দটি খুঁজে বের করার কায়দা
আমি তার মত হতে চাইতাম
কিন্তু সে অনেক আগের কথা
তারপর তো আমি ব্যস্ত হয়ে গেলাম নিজের মত হতে
কিংবা বলা ভাল, নিজেকে অনুকরণযোগ্য করে তুলতে
কারো মত হতে চাইবার ফুরসত আমার তখন কোথায়
অথচ আজ আমি অন্যদের বলতে শুনি,
আমি নাকি তার মত
একথা শুনেও আমি হাসি
কটাক্ষে না, হয়ত অনুকম্পায়
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।