আমাদের কথা খুঁজে নিন

   

মস্তিষ্কের অনুকরণ করবে কম্পিউটার

মানুষের মস্তিষ্কের অনুকরণে কাজ করতে পারে এমন কম্পিউটার চিপ তৈরিতে কাজ করছেন মার্কিন গবেষকেরা। বয়েজ স্টেট বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা কম্পিউটার অবকাঠামোর নতুন পদ্ধতি নিয়ে কাজ করছেন যা বর্তমানে ডিজিটাল কম্পিউটিংয়ের ধারণাকে বদলে দিতে পারে। ইকোনমিক টাইমসের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

গবেষকেরা জানিয়েছেন, বর্তমান সময়ের কম্পিউটিং চিপগুলোতে জটিল ও কোটি কোটি ন্যানো স্কেলের ট্রানজিস্টর ব্যবহার করা হয়। চোখের পলকে দ্রুতগতিতে কাজ সম্পাদনের জন্য দ্রুতগতির স্মার্টফোন, ট্যাবলেট তৈরি সম্ভব হলেও তা এখনও মানুষের মস্তিষ্কের তুলনায় কিছুই নয়।

মার্কিন গবেষকেরা জানিয়েছেন, তাঁরা এমন একটি চিপ তৈরির প্রকল্পে কাজ শুরু করেছেন যা মানুষের মস্তিষ্কের অনুরূপ কাজ করতে সক্ষম হবে। মানুষের স্নায়ুতন্ত্র যেভাবে দ্রুতগতিতে মস্তিষ্কে সংকেত পৌঁছে দেয় এবং পরিস্থিতি অনুযায়ী সাড়া দিতে সক্ষম হয় তেমনই একটি মাইক্রোচিপ তৈরির কাজ এগিয়ে চলেছে বলেই জানান গবেষকেরা।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।