যে অল্প জানে সে সেটা পুনরাবৃত্তি করে প্রায়ই। কাল বিকালে রাস্তা দিয়ে হাঁটছিলাম হঠৎ দেখলাম একটা ৭/৮ বছরেরে ছেলে মেয়েদের জুতা পড়ে হাঁটছে। আমি এটা দেখে মনে মনে হাসতে থাকি এবং ভাবলাম ছেলেটা মনে হয় ভুল করে পড়ছে। কিছুক্ষণ হাঁটার পড়ে হঠাৎ করে ছেলেটাকে বললাম তুমি মেয়েদের জুতা পড়ছো কেন?তখন ও বলে আমি তো মেয়ে!আমি তো আবাক হয়ে যাই,কি বলে ছেলেটা!তখন আমি ভালোভাবে লক্ষ্য করে বুঝলাম ও একটা মেয়ে। তবে আমি তখনও নিজের চোখকে বিশ্বাস করতে পাড়ছিলাম না...
বাসাতে এসে ঘটনাটা বিশ্লেষণ করে বুঝলাম যে,মেয়েটা ছেলেদের স্টাইলে চুল রাখছে,জিন্স পেন্ট পড়ছে তাই আমি ভাবছিলাম ও ছেলে।
এটা কি আমার দোষ নাকি এই সমাজের স্টাইলের দোষ?
আবার অনেক সময় দেখি,মেয়েরা ছেলেদের স্টাইল অনুকরণ করতে গিয়ে এ রকম ড্রেস পড়ে যে শালীনতা বজায় থাকে না। এর ফলে দেখা যায় অনেক সময় ছেলেরা বাজে উক্তি করে। তখন এটাকে আমরা বলি ইভটিজিং। কিন্তু আমাদের সমাজের মানুষ খেয়াল করে না এই ইভটিজিংয়ের কারণ কি?আসলে সকল রোগ নিরাময়ের আগে কারণ বের করা দরকার।
মেয়েদের ড্রেসআপ কিন্তু ইভটিজিংয়ের একটা অন্যতম কারণ।
তাই আমি মনে করি মেয়েদের ড্রেসআপ ঠিক করা প্রয়োজন। আপনে কি মনে করেন?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।