মোহাম্মদ আবুল হোসেন: যৌন কেলেংকারিতে ফেঁসে যাওয়া স্বামী পরমহংস নিত্যানন্দ এবার আশ্রম প্রধানের পদ ত্যাগ করার ঘোষণা দিয়েছেন। অন্যদিকে তারই বিরুদ্ধে মামলা করেছেন যুক্তরাষ্ট্রে তারই একটি আশ্রমের প্রধান ডগলাস ম্যাককেলর। ৩০শে মার্চ এ খবর দিয়েছে ভারতের বার্তা সংস্থা পিটিআই। এতে বলা হয়েছে, তার সবগুলো আশ্রমের নাম ধীনাপিতাম আশ্রম। ৩০শে মার্চ তার অফিসিয়াল ওয়েবসাইটে তিনি ভক্তদের উদ্দেশে লিখেছেন- দিনাপিতাম আশ্রমের প্রধানের পদ ত্যাগ করছি।
এর সঙ্গে সম্পর্কিত কোন ট্রাস্টের সঙ্গেও এখন থেকে আমি আর জড়িত নই। এতে তিনি আরও বলেছেন, গত তিন সপ্তাহ ধরে আমার বিরুদ্ধে যা প্রচার করা হচ্ছে তা নিয়ে আমি হরিদ্বারে কুম্ভ মেলায় শীর্ষস্থানীয় হিন্দু ধর্মীয় আচার্যদের সঙ্গে কথা বলেছি। আমি সিদ্ধান্ত নিয়েছি তাদের পরামর্শ মতো চলব। এখন থেকে অনির্দিষ্টকাল পর্যন্ত আমি সাধারণ জীবন যাপন করব। এ সময়ে দিনাপিতাম এর কাজ কর্ম দেখাশোনা করবে বোর্ড অব ট্রাস্টিজ।
এতে তিনি ভক্তদের ধর্মের পথে অবিচল থাকার পরামর্শ দেন। ওদিকে স্বামী নিত্যানন্দের বিরুদ্ধে এবার মামলা হয়েছে যুক্তরাষ্ট্রে। সেখানে সান জোসে এলাকায় একটি আশ্রমের প্রধান করা হয়েছিল ডগলাস ম্যাককেলা ওই মামলা করিয়েছেন ক্যালিফোর্নিয়া স্টেট এটর্নি জেনারেলকে দিয়ে। এতে তিনি বলেছেন, স্বামী নিত্যানন্দ তার আশ্রমে ভক্তদের নিয়ে অবৈধ শারীরিক সম্পর্ক স্থাপন করেন। তিনি প্রতারণা করেছেন।
অর্থ লুটে নিয়েছেন। ২০০৭ সালে নিত্যানন্দের সঙ্গে তার সাক্ষাৎ হয় সান জোসে এলাকায়। সেখানে নিত্যানন্দ তাকে এতটাই আবিষ্ট করেন যে তিনি তার প্রেমে মজে যান। ফলে তাকে দিনাপিতাম আশ্রমের অধীনে ক্যালিফোর্নিয়া শাখার প্রধান বানানো হয়। ডগলাস বলেছেন, তিনি স্বামী নিত্যানন্দের কাছে এ জন্য প্রশিক্ষণ নিয়েছেন।
বিনিময়ে তাকে তিনি ৪ লাখ ডলার দিয়েছেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।