আমাদের কথা খুঁজে নিন

   

‘অন্তর্বর্তী ব্যবস্থার জন্য দুপক্ষের সম্মতি প্রয়োজন’

শুক্রবার কুষ্টিয়ায় তিনি সাংবাদিকদের বলেন, রাজপথে হুমকি-ধামকি দিয়ে তত্বাবধায়ক সরকারের কাঠামো তৈরি করা যাবে না।
বিএনপির উদ্দেশে তিনি বলেন, “আলোচনায় বসুন, সমাধান করুন। ”
বিএনপির প্রতি নাশকতামূলক কর্মকাণ্ড পরিহারেরও আহবান জানান জাসদ সভপতি ইনু।
জামায়াতে ইসলামীকে একটি সন্ত্রাসী দল বলে মনে করেন তিনি।
এ দলটি সম্পর্কে তিনি বলেন, তারা যতবারই সভা-সমাবেশের অনুমতি নিয়েছে, ততবারই সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ড ঘটিয়েছে।


তিনি বলেন, গণতন্ত্রেও রাজণীতির শর্ত রয়েছে। তারই আলোকে সাময়িক ঢাকা শহরে রাজনৈতিক কর্মকান স্থগিত করা হয়েছে। সারাদেশে সভা সমাবেশ চালু রয়েছে। ঢাকাতেও সভা সমাবেশ করতে পারবে তবে অনুমতি সাপেক্ষে।
সকালে কুষ্টিয়া সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার মফিজ উদ্দিন আহমেদসহ দলীয় নেতৃবৃন্দ।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.