তিনি বৃহস্পতিবার এক আলোচনা সভায় বলেছেন, “সংবিধান অনুযায়ী আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৬ সদস্যের মন্ত্রিসভা থাকবে। তারা সরকার পরিচালনা করবেন। আর নির্বাচন পরিচালনা করবে ইসি। ”
তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিলুপ্ত হওয়ার পর এখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায়ই আগামী নির্বাচন হবে।
ওই সময় ক্ষমতায় থাকলেও ওই সরকার নীতি-নির্ধারণী কোনো সিদ্ধান্ত নেবে না বলে একে ‘অন্তর্বর্তী সরকার’ বলা হচ্ছে।
সংবিধান অনুযায়ী আগামী ২৫ অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যে দশম সংসদ নির্বাচন হবে। তবে নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবি জানিয়ে আসা বিএনপি ২৪ অক্টোবরের পর সরকার হঠানোর আন্দোলনের ঘোষণা দিয়েছে।
নাসিম বলেন, “২৪ অক্টোবর কিছু হবে না। বিএনপি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে দেশের জনগণ ও ঢাকা মহানগর আওয়ামী লীগ মিলে খালেদা জিয়াকে আনলোড করে দেয়া হবে (দেশের রাজনীতি থেকে)।
”
বিএনপি ‘অবৈধ পথে’ ক্ষমতায় যেতে ‘ষড়যন্ত্র’ করছে বলেও বঙ্গবন্ধু এভিনিউয়ে ‘বাংলাদেশ লোড-আনলোড শ্রমিক ফেডারেশন’ আয়োজিত ওই সভায় অভিযোগ করেন সাবেক মন্ত্রী নাসিম।
সংগঠনের সভাপতি এস এম ওমর ফারুকের সভাপতিত্বে ওই সভায় বক্তব্য রাখেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মুকুল চৌধুরী, সহিদুল ইসলাম মিলন, শফিকুর রহমান সাইদুল প্রমুখ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।