আমাদের কথা খুঁজে নিন

   

মিসরে অন্তর্বর্তী সরকারের পদত্যাগ

মিসরে সেনা-সমর্থিত অন্তর্বর্তীকালীন সরকার হঠাৎ করেই গতকাল পদত্যাগ করেছে। দেশটির প্রধানমন্ত্রী হাজেম বেবলাওয়ি টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে পদত্যাগের ঘোষণা দেন। বিভিন্ন গণমাধ্যমের খবরে এ কথা জানানো হয়।

মন্ত্রিসভার বৈঠক শেষে পদত্যাগের সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী হাজেম বেবলাওয়ি। বৈঠকে দেশটির সেনাবাহিনীর প্রধান ও প্রতিরক্ষামন্ত্রী ফিল্ড মার্শাল আবদুল ফাত্তাহ আল সিসি উপস্থিত ছিলেন।

মিসরের রাষ্ট্রনিয়ন্ত্রিত 'আল-আহরাম' পত্রিকা জানায়, গৃহায়নমন্ত্রী ইব্রাহিম মিহলিব প্রধানমন্ত্রী বেবলাওয়ির স্থলাভিষিক্ত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। গত জুলাই মাসে দেশটিতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসিকে উৎখাত করে ক্ষমতা দখল করেন সেনাপ্রধান আবদুল ফাত্তাহ আল সিসি। পরে হাজেম বেবলাওয়িকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। শীঘ্রই নিজেকে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে ঘোষণা করতে পারেন সিসি। আর এ জন্যই তড়িঘড়ি করে এ মন্ত্রিসভার পদত্যাগের ঘটনাটি ঘটল বলে ধারণা করছে গণমাধ্যমগুলো।

জানুয়ারিতে চালু হওয়া নতুন সংবিধান অনুযায়ী আগামী এপ্রিলের মাঝামাঝি সময়ের মধ্যে দেশটিতে অবশ্যই নির্বাচন হতে হবে। বিবিসি, আল-জাজিরা।

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.