আমাদের কথা খুঁজে নিন

   

‘ফেরারি তারেককে ফেরাতে সব ব্যবস্থাই হবে’

শুক্রবার এক আলোচনা সভায় তিনি বলেন, “একজন পলাতক আসামি বিদেশের মাটিতে বসে বাংলাদেশের রাজনীতি নিয়ে মিথ্যাচার করছে। দেশ যখন একটি স্থিতিশীল অবস্থার দিকে যাচ্ছে, তখন সে তা পণ্ড করার চেষ্টা করছে। ”
সোমবার পূর্ব লন্ডনে বিএনপির এক সভায় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগের ওপর চাপ দিতে প্রবাসীদের আহ্বান জানান তারেক।
পদ্মা প্রকল্পের দুর্নীতিতে শেখ হাসিনার পরিবার যুক্ত বলেও অভিযোগ করেন তিনি।
এক ডজনের বেশি মামলা মাথায় নিয়ে গত ছয় বছর ধরে লন্ডনে রয়েছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।

তবে সোমবারই তিনি প্রথমবারের মতো লন্ডনে দলের কোনো অনুষ্ঠানে প্রকাশ্যে অংশ নিলেন।
ওই অনুষ্ঠানে তারেকের বক্তব্যের সমালোচনা করে কেন্দ্রীয় গণগ্রন্থাগার মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আলোচনা সভায় আইন প্রতিমন্ত্রী বলেন, “আইনের চোখে সে ফেরারি আসামি। একজন ফেরারি আসামি এভাবে কথা বলতে পারে না। ”
“তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। পরোয়ানা বাস্তবায়ন করতে যা যা দরকার, আদালত সেই করবে।


এই আলোচনায় অংশ নিয়ে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বিরোধী দলীয় নেত্রীকে কোন শর্ত ছাড়া সংলাপে আসার আহ্বান জানান।
তিনি বলেন, “সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। নির্বাচন দলীয় সরকারের অধীনেই হবে এবং তা সুষ্ঠু হবে ইনশাল্লাহ। ”
২০১০ সালে উচ্চ আদালতের রায়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার বিলোপের পর থেকেই তা পুনর্বহালের দাবিতে আন্দোলন করে আসছে বিএনপি।
সরকারর সংলাপের প্রস্তাবে দলটির নেতারা বলে আসছেন, নির্দলীয় সরকার পুনর্বহাল সংক্রান্ত আলোচনা ছাড়া আলোচনা সফল হবে না।


নাসিম বলেন, “ আলোচনা অবশ্যই হবে। আমরা সাংবিধানিকভাবে একটি সুষ্ঠু নির্বাচন চাই। আপনাদের যুক্তিসঙ্গত কোনো দাবি থাকলে তা বিবেচনা করা হবে, এই নিশ্চয়তা দিচ্ছি। আপনারা সংলাপে আসুন। ”
অন্যদের মধ্যে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, কৃষক লীগের সহ সভাপতি এম এ করিম, কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক শেখ জাহাঙ্গীর আলম, কবি রবীন্দ্র গোপ ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।