অজানা আশরাফ, রুবেল যেভাবে প্রেমের লেটেষ্ট ভার্সন দেখাতে শুরু করেছে তাতে প্রেম বয়সী মেয়ে আছে এমন মা-বাবারা ভীষন আতংকে আছেন ।
বলা যায়না কখন কোন প্রেমিক এসে গুলি-রামদা চালিয়ে দেয়। অথচ ওরা নাকি প্রেমিক পুরুষ!!! প্রেমিকার জন্য এরা মা-বাবাকে মেরে ফেলতে ও দ্বিধা বোধ করেনা। তো প্রেমিকারে মারতে কতক্ষন!!!! কি জঘন্য, ইতর কুলাংগার এরা।
আর মা-বাবারাই বা কেমন ? প্রেমিক যেখানে বাসার আশে-পাশে ও যেতে ভয় পাবার কথা সেখানে ওরা প্রেমিকার বাসায় রাত যাপন করে, ড্রয়িং রুমে বসে রাত ব্যাপী গল্প করে, কেমন যেন সব উল্টাপাল্টা লাগে।
আধুনিকতার নামে এসব মজা শেষ পর্যন্ত আর মজা থাকেনা , হয়ে উঠে মৃত্যুফাদ, যার প্রমান আমাদের সামনে হাজির।
আর প্রেমিকারা তোমরা ও আজ ইন্টারনেট, মোবাইলের যুগে একসাথে প্রেমিক, বয়ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড ইত্যাদি নানা অভিধায় নানান জনের সংগে সম্পর্কের নানা খেলায় কেন মেতে উঠো।
সবকিছু এভাবে বদলে যাচ্ছে কেন? মানবতা, ভালোবাসা, শ্রদ্ধা ইত্যাদি আজ ধুলোয় গড়াগড়ি খায়। আর আমি ও যেনো দিনে দিনে আরেকটু আমানুষ হয়ে উঠি , কিন্তু কেন?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।